adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাখাইনে রোহিঙ্গা নির্যাতন- মিয়ানমারের ২ কােটি ডলার ঋণ স্থগিত করেছে বিশ্বব্যাংক

ডেস্ক রিপাের্ট : রাখাইন রাজ্যের রোহিঙ্গাদের ওপর নির্যাতনের কারণে বিশ্বব্যাংক মিয়ানমার সরকারের  অর্থ সহায়তা হিসেবে ২ কোটি ডলার ঋণ স্থগিত করেছে।

মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতি বিশ্লেষণের পর শুক্রবার ওয়াশিংটনে বিশ্বব্যাংকের এক বিবৃতিতে বলা হয়, “আমরা সম্প্রতি অনুমোদিত উন্নয়ন নীতির শর্তাদি মূল্যায়ন করেছি এবং ঋণের কার্যকারিতা অর্জনের জন্য আরো অগ্রগতি প্রয়োজন বলে আমরা আশা করছি।”

ঋণ স্থগিতের বিষয়ে বিশ্বব্যাংকের বিবৃতিতে বলা হয়েছে, “অ-বৈষম্য, সামাজিক অন্তর্ভুক্তি এবং সকলের জন্য অর্থনৈতিক সুযোগের মৌলিক নীতির জন্য একটি প্রতিষ্ঠান হিসেবে, আমরা রোহিঙ্গাদের সহিংসতা, ধ্বংস ও জোরপূর্বক স্থানচ্যুতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। ”

রোহিঙ্গা সংকটের পশ্চাদপদতা নিয়ে বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশে শিক্ষা, স্বাস্থ্যসেবা, বিদ্যুৎ, গ্রামীণ সড়ক এবং সকল জাতিগত গোষ্ঠী ও ধর্মের অন্তর্ভুক্তি, বিশেষ করে বিশেষ করে মধ্যপ্রাচ্য ও উ রাখাইন রাজ্য।

বিবৃতিতে বলা হয়েছে, গ্লোবাল ঋণদাতা জাতিসংঘ এবং বৃহত্তর আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে। একসঙ্গে তারা মিয়ানমার সরকারকে পরিস্থিতি সামলানোর এবং মানবিক প্রতিক্রিয়া সমর্থন করার জন্য তাৎক্ষণিক পদক্ষেপ নিতে উৎসাহিত করছে।

রোহিঙ্গা পরিস্থিতি মোকাবেলা করার জন্য বাংলাদেশ বিশ্বব্যাংককে অনুরোধ করেছে। বিশ্ব আর্থিক সংস্থাটি ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত সপ্তাহে ওয়াশিংটনে সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বব্যাংকের কাছ থেকে আর্থিক সহায়তার জন্য এগিয়ে যাচ্ছেন।

অর্থমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ফিরে আসার পর আনুষ্ঠানিক অনুরোধ পত্র বিশ্বব্যাংকের সদর দফতরে পাঠানো হবে। সূত্র:  দি ডেইলি স্টার।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া