adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খালেদা জিয়ার ১১ মামলার শুনানি পেছাল

KHALEDAডেস্ক রিপাের্ট : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা হত্যা ও রাষ্ট্রদ্রোহসহ ১১ মামলার শুনানি পিছিয়ে ২৭ নভেম্বর নতুন তারিখ ধার্য করেছেন আদালত।

রােববার ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা সাবেক এ প্রধানমন্ত্রীর পক্ষে করা সময় আবেদন মঞ্জুর করে নতুন তারিখ ধার্য করেন।

আজ এসব মামলার মধ্যে ১০টিতে চার্জগঠন এবং একটিতে চার্জশিট আমলে নেয়ার শুনানির জন্য দিন ধার্য ছিল। মামলাগুলোর মধ্যে একটি রাষ্ট্রদ্রোহের, দারুস সালাম থানায় করা নাশকতার আটটি এবং যাত্রাবাড়ী থানায় হত্যা ও বিস্ফোরক আইনের ঘটনার দুটি মামলা রয়েছে।

কিন্তু অসুস্থতার জন্য দেশের বাহিরে থাকায় খালেদা জিয়ার পক্ষে সময় আবেদন করেন তার আইনজীবীরা। শুনানি শেষে আবেদন মঞ্জুর করে নতুন তারিখ ধার্য করেন বিচারক।

এর আগে ২০১৬ সালের ৫ এপ্রিল খালেদা জিয়া এই মামলাটিসহ ছয়টি মামলায় আদালতে হাজির হয়ে জামিন গ্রহণ করেন।

২০১৫ সালের ২৩ জানুয়ারি রাতে যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় গৌরি পরিবহনের যাত্রীবাহী একটি বাসে পেট্রলবোমা হামলায় ২৯ যাত্রী দগ্ধ হন। পরে নূর আলম (৬০) নামে এক যাত্রী মারা যায়। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মামলা হয়।

মামলাটিতে ২০১৫ সালের ৩০ এপ্রিল খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। মামলাটির উল্লেখযোগ্য অপর আসামিরা হলেন- এম কে আনোয়ার, রুহুল কবির রিজভী, হাবিব-উন-নবী খান সোহেল, আমানউল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, খন্দকার মাহবুব হোসেন, শওকত মাহমুদ প্রমুখ।

অপরদিকে ২০১৫ সালে দারুস সালাম থানায় নাশকতার আটটি মামলা করা হয়। পরে ওই মামলাগুলোতে খালেদা জিয়াকে হুকুমের আসামি করে চার্জশিট দেওয়া হয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া