adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আগামী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আশাবাদী বিএনপি

FAKRULনিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপের পর আগামী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কিছুটা আশাবাদী বিএনপি।১৫ অক্টােবর রােববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপ শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ কথা বলেন।

সংলাপে তারা আশাবাদী কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সরকারের প্রচণ্ড রকমের অগণতান্ত্রিক আচরণে খুব বেশি আশাবাদী হওয়ার কারণ আছে বলে আমরা মনে করি না। তবে কিছুটা আশাবাদী বটে।’

ইসি তাদের সীমাবদ্ধতার কথা জানিয়েছে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ‘তবে এ কথাও তারা স্বীকার করেছেন দেশে বর্তমানে সেই অবস্থা নেই, যেই অবস্থায় তাদের দায়িত্ব পুরো পালন করতে পারেন। এটাও বলেছেন গণতন্ত্রের আসল যে রূপ তা বাংলাদেশে নেই।’

দুই ঘণ্টা ৩৫ মিনিটের সংলাপে বিএনপি বর্তমান সংসদ ভেঙে দিয়ে নির্বাচনকালীন নিরপেক্ষ সহায়ক সরকার গঠন, সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ তৈরিসহ ২০ দফা প্রস্তাব নির্বাচন কমিশনকে দিয়েছে।

সহায়ক সরকার ও রাজনৈতিক দলের সাথে সরকারের সংলাপের জন্য যে প্রস্তাব দিয়েছেন, তাতে নির্বাচন কমিশন তাদের আশ্বস্ত করেছেন কি না জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘তারা (ইসি) বলেছেন তাদের সীমাবদ্ধতা আছে। তারপরও তাদের সুযোগগুলো ব্যবহার করার চেষ্টা করবেন তারা।’

বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা আমাদের প্রস্তাব দিয়েছি। তারা বলেছেন, তাদের পক্ষে যা কিছু করার তারা তা চেষ্টা করবেন। ভবিষ্যতে যেন সুন্দর নির্বাচন করতে পারেন তার জন্য তাদের ভূমিকা অব্যাহত রাখবেন। তারা বলেছেন আমাদের প্রস্তাব অন্তত উপযোগী ও সুচিন্তিত হয়েছে। তারা মনে করেন এ প্রস্তাবগুলো তাদের ভবিষ্যতের জন্য কাজে দিবে।’

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার ম‌ওদুদ আহমেদ, জমিরউদ্দিন সরকার, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, তরিকুল ইসলাম, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ড. মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, আব্দুর রশিদ সরকার, আব্দুল হালিম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া