adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নাঈমের ডাবল সেঞ্চুরিতে রংপুরের রানের পাহাড়

NAEEMনিজস্ব প্রতিবেদক : জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডে আগের দিনই সেঞ্চুরি পেয়েছিলেন নাঈম ইসলাম ও সোহরাওয়ার্দী শুভ। শনিবার ম্যাচের দিন সেটিকে ডাবলে রূপ দেন নাঈম। তার ডাবল সেঞ্চুরির ওপর ভর করে ঢাকা বিভাগের বিপক্ষে রানের পাহাড় গড়েছে রংপুর বিভাগ।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের দ্বিতীয় দিন ৪ উইকেটে ৩২১ রান নিয়ে ব্যাটিংয়ে নামে রংপুর। নাঈমের ডাবল সেঞ্চুরির পর সোহরাওয়ার্দীর ১৫০ ছুঁই ছুঁই ইনিংস এবং আরিফুল হকের সেঞ্চুরি ছুঁই ছুঁই ইনিংসে সুবাদে রানের পাহাড় গড়ার পথে রয়েছে রংপুর।

এই রিপোর্ট লেখা পর্যন্ত রংপুরের সংগ্রহ ৭ উইকেটে রান। নাঈম ৩৪৯ বলে ২৩টি চার ও ৫টি ছক্কায় ২১৬ রান করে আউট হয়েছেন। সোহরাওয়ার্দী করেন ১৪৫ রান। আরিফুল ব্যাট করছেন ৯৩ রান নিয়ে।

আগের দিন সেঞ্চুরি করার পথেই প্রথম শ্রেণির ক্রিকেটে ৭ হাজার রান পূর্ণ করেন নাঈম। শনিবার দারুণ ব্যাটিং করার পথে প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন জাতীয় দলের বাইরে থাকা এই ডানহাতি ব্যাটসম্যান। এর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে নাঈমের সর্বোচ্চ ইনিংস ছিল ১৮৫।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া