adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বিএনপিকে বাইরে রেখে খােলা মাঠে গোল দিতে চাই না: কাদের

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি বড় দল, তাদের বাইরে রেখে আমরা ফাঁকা মাঠে গোল দিতে চাই না। তিনি বলেন, ‘আমরা চাই বিএনপি নির্বাচনে আসুক। বিএনপিকে ছাড়া আমরা ফাঁকা মাঠে গোল দিতে চাই না বা দুর্বল প্রতিপক্ষ চাই না। আমরা শক্তিশালী প্রতিপক্ষকে পরাজিত করে আবারও বিজয় অর্জন করতে চাই।’

১৩ অক্টােবর শুক্রবার বিকালে রাজধানীর মিরপুরে পার্বত্য বৌদ্ধ সংঘের ২৯তম দানোত্তম কঠিন চীবরদান ও শাক্যমুনি বৌদ্ধ বিহারের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় এ কথা বলেন তিনি। বিএনপিকে বাইরে রেখে নির্বাচনে যেতে চায় সরকার, মির্জা ফখরুলের এমন বক্তব্যের জবাবে সেতুমন্ত্রী এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আমি বলতে চাই, বিএনপি একটা বড় দল, তাদের বাহিরে রেখে ফাঁকা মাঠে গোল দিতে আমরা চাই না। এই চিন্তা আওয়ামী লীগের নেই।’ তিনি বলেন, আমরা উন্নয়ন অর্জনের এমন অবস্থায় পৌঁছেছি, যার কারণে বিশ্বব্যাপী শেখ হাসিনার জনপ্রিয়তা তুঙ্গে। একটা পদ্মা সেতু করে শেখ হাসিনা যা করেছে বিএনপি সারা শাসনামলে দেখানোর মত একটা উন্নয়ন কোথাও নেই। তাহলে কেন আমরা বিএনপিকে ভয় পাবো? প্রশ্ন রাখেন কাদের।

বিরোধী রাজনৈতিক দলগুলো যেন নির্বাচনে আসতে না পারে সেজন্য সরকার খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অভিযোগ করেছেন।

ষোড়শ সংশোধনীর রায়ের পর বিএনপি আদালতের প্রশংসা করলেও দলটির চেয়ারপার্সনের গ্রেপ্তারি পরোয়ানায় অনিহা কেন, মির্জা ফখরুলের প্রতি এমন প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, ‘আমি প্রথমে প্রশ্ন করবো মির্জা ফখরুল সাহেবকে, এই গ্রেপ্তারি পরোয়ানা কে জারি করেছে? সরকার, না আদালত?’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এই গ্রেপ্তারি পরোয়ানা সরকার জারি করেনি। এটি জারি করেছে আদালত। এটা আইনের ব্যাপার। এটা মামলা সংক্রান্ত বিষয়। আদালত আজকে যখন ষোড়শ সংশোধনী রায় প্রদান করে তখন বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন।’

ওবায়দুল কাদের বলেন, ‘কোনো মামলার কারণে আদালত বিএনপি চেয়ারপার্সনকে বারবার পরোয়ানা দিলেও তিনি হাজির হননা। ১৫০ বার হাজিরা মিস করেছেন। এইভাবে তারিখের পর তারিখ তিনি বদলান। এখন তো তিনি বিদেশে, দলের কাছ থেকে ছুটি নিয়েছেন দুই মাসের, চার মাস হয়েছে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘ফখরুল সাহেবও জানেন না কবে তিনি (খালেদা জিয়া) দেশে আসবেন। তাহলে আদালতের হাজিরা আর কতকাল তার জন্য বন্ধ রাখতে হবে। আর সে বন্ধ রাখা কি বিচার বিভাগের স্বাধীনতা? নিজেদের বেলায় হলে সরকারের দোষ, আর সরকারের বিরুদ্ধে হলে বিচার বিভাগ স্বাধীন।’

পার্বত্য বৌদ্ধ সংঘের সভাপতি ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, স্থানীয় সংসদ সদস্য কামাল আহম্মেদ মজুমদার, সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র জামাল মোস্তাফা প্রমুখ।
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া