adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

রাখাইনের রোহিঙ্গারা চরম খাদ্য সংকটে

চরম খাদ্য সংকটে রাখাইনের রোহিঙ্গারাআন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমার সেনাবাহিনীর নিধন অভিযান শুরুর পর যেসব রোহিঙ্গা এখনও রাখাইনে রয়েছেন তাদের ভবিষ্যত পরিস্থিতি আরও কঠিন হবে বলে সতর্ক করেছে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। পশ্চিমা গণমাধ্যমে প্রকাশ, রাখাইনে বসবাসরত মানুষ এখন চরম খাদ্য সংকটে রয়েছে। সামনে এই পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম দি ডেইলি মেইল জানিয়েছে।

কারণ হিসেবে বলা হয়, নিরাপত্তা বাহিনীর নিধন অভিযানের সময় রোহিঙ্গাদের ক্ষেতের ফসল জ্বালিয়ে দেয়া হয়েছে। ফলে কোনো জমিতেই ধান কিংবা শস্য ফলেনি। এছাড়া রোহিঙ্গা অধ্যূষিত এলাকার কোনো দোকান কিংবা ব্যবসা প্রতিষ্ঠান খোলা না থাকায় খাদ্যসহ নিত্য প্রয়োজনীয় পণ্য সংগ্রহ স্থানীয় রোহিঙ্গাদের জন্য এক প্রকার অসম্ভব হয়ে পড়েছে।
রাজ্য সরকারের কারণে ওই অঞ্চলে সব ধরনের পণ্য পরিবহনও বন্ধ রয়েছে। কর্তৃপক্ষের দাবি, ওই এলাকায় পণ্য সরবরাহ স্বাভাবিক রাখলে তার সুফল বিদ্রোহীরা পাবে।

এই প্রসঙ্গে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, রাখাইনে জঙ্গি দমন অভিযান শুরুর পর প্রথম দফায় প্রাণ বাঁচানোর তাগিদে এলাকা ছেড়েছিল সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষ। আর যারা কোন রকমে নিজ ভূমিতে পালিয়ে ছিল, তারাও এখন দেশ ত্যাগ করছে। যার অন্যতম প্রধান কারণ খাদ্যাভাব।
যদিও মিয়ানমার সরকারের পক্ষ থেকে এমন দাবি নাকচ করে দেয়া হয়েছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া