adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দুবাইয়েও আজ অপেক্ষা করছে রোমাঞ্চ

স্পাের্টস ডেস্ক : সিরিজের ফল কি হবে? শ্রীলঙ্কা ২-০ তে জিতে যাবে, না পাকিস্তান ১-১ করে ফেলবে। পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন শেষে যে চিত্র, তাতে এই ম্যাচটা ড্র হওয়ার সম্ভাবনা খুবই কম। যদি না ইতিমধ্যে রোমাঞ্চের বাতাবরণ ছড়ানো ম্যাচটাতে ক্রিকেট বিধাতা ঢেলে দেন রোমাঞ্চের শেষ বিন্দুটাও। তবে ফল যাই হোক পাকিস্তান-শ্রীলঙ্কার মধ্যকার এই দুই ম্যাচের টেস্ট সিরিজ অনেকদিন মনে রাখবে সবাই। আবু ধাবি টেস্টের শেষ দিনে যে রোমাঞ্চ দেখেছিল দর্শকরা দুবাইতেও অপেক্ষা করছে তেমনই চিত্র। টেস্ট ক্রিকেট যে আজও কতোটা আকর্ষণীয় হতে পারে তার আদর্শ বিজ্ঞাপন যেন এই সিরিজ।

শেষ দিনের উত্তেজনার ম্যাচে আবু ধাবিতে ২১ রানে জিতেছিল শ্রীলঙ্কা। দুবাইতে চতুর্থ দিন শেষে সমীকরণটা এমন- পাকিস্তানের চাই ১১৯ রান। শ্রীলঙ্কার ৫ উইকেট। ৫২ রানে ৫ উইকেট হারানোর পর ষষ্ঠ উইকেট জুটিতে অবিচ্ছিন্ন থেকে চতুর্থ দিন শেষ করেন আসাদ শফিক (৮৬*) ও পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ (৫৭*)। ষষ্ঠ উইকেটে তারা যোগ করেছেন ১৪৬ রান। এই জুটিটাই এখন বড় ভরসা পাকিস্তানের। যেটি ভাঙ্গতে পারলে বাকী উইকেট তুলে নিতে শ্রীলঙ্কার বেগ পাওয়ার কথা নয়।
এই টেস্টে প্রথম ইনিংসে শ্রীলঙ্কা ৪৮২ রান করে অল আউট হয়। বিপরীতে পাকিস্তান নিজেদের প্রথম ইনিংসে ২৬২ রান করে। পাকিস্তানকে ফলোঅন করানোর সুযোগ থাকলেও সেটি না করিয়ে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। আর নেমেই ভয়াবহ বিপর্যয়। ৩৪ রান তুলতেই ৫ উইকেট হারায় দলটি। শেষ পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ৯৬ রান করতে সক্ষম হয় শ্রীলঙ্কা। লঙ্কান ইনিংসে দুই অঙ্কের রান মাত্র ৪টি। সর্বোচ্চ ২৯ কুশল মেন্ডিসের। ২১ রান নিরোশান ডিকভেলার। ওয়াহাব রিয়াজ ৪টি, হারিস সোহেল ৩টি, ইয়াসির শাহ ২টি এবং মোহাম্মদ আব্বাস ১টি করে উইকেট নেন।
দিবা-রাত্রির টেস্টটিতে পাকিস্তানের সামনে তখন টার্গেট দাঁড়ায় ৩১৭ রানের। এই পাকিস্তানই একমাত্র দল যারা শ্রীলঙ্কার বিপক্ষে ৩০০ রানের অধিক স্কোর তাড়া করে যেতা একমাত্র দল। এবারো তারা পারবে? আবু ধাবিতে ১৩৫ তাড়া করে পারেনি। এবার পারলে একটা রেকর্ড হবে দলটির। পাকিস্তান জিতলে শেষ ৫ উইকেটে ২৬৫ রান যোগ করে জেতা হবে। এর আগে শেষ ৫ উইকেটে ২৪৩ রান যোগ করে জিতেছিল অস্ট্রেলিয়া। সেটি এই পাকিস্তানের বিপক্ষে ১৯৯৯ সালে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া