র্যাঙ্কিংয়ে পাকিস্তানের উপরে উঠে এলো শ্রীলঙ্কা
স্পাের্টস ডেস্ক : দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে পাকিস্তানের উপরে উঠে এলো শ্রীলঙ্কা। সিরিজ শেষে সপ্তম অবস্থান থেকে ষষ্ঠ অবস্থানে উঠে এসেছে শ্রীলঙ্কা। লঙ্কানদের রেটিং পয়েন্ট ৯০ থেকে বেড়ে ৯৪ হয়েছে।
অন্যদিকে, ষষ্ঠ অবস্থান থেকে সপ্তম অবস্থানে নেমে গেছে পাকিস্তান। সিরিজ শেষে তাদের পয়েন্ট ৯৩ থেকে কমে ৮৮ হয়েছে। আইসিসি সর্বশেষ টেস্ট র্যাঙ্কিংয়ে ১২৫ পয়েন্ট নিয়ে সেরা অবস্থানে রয়েছে পাকিস্তান। ১১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে সাউথ আফ্রিকা। ১০৫ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ইংল্যান্ড। ৭২ পয়েন্ট নিয়ে নবম অবস্থানে রয়েছে বাংলাদেশ।
আজ শেষ হয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচ। এই ম্যাচে ৬৮ রানের জয় পেয়েছে শ্রীলঙ্কা। সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে ২১ রানে হারিয়েছিল তারা।
সর্বশেষ আইসিসি টেস্ট র্যাঙ্কিং
দল পয়েন্ট
১.ভারত ১২৫
২.সাউথ আফ্রিকা ১১১
৩.ইংল্যান্ড ১০৫
৪.নিউজিল্যান্ড ৯৭
৫.অস্ট্রেলিয়া ৯৭
৬.শ্রীলঙ্কা ৯৪
৭.পাকিস্তান ৮৮
৮.ওয়েস্ট ইন্ডিজ ৭৫
৯. বাংলাদেশ ৭২
১০. জিম্বাবুয়ে ০