adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কবিতাঃ “আপনার প্রতি”- মিথিলা আকন্দ

22279058_545281672479587_1424785244_oআপনার প্রতি 

মিথিলা আকন্দ 
 
আপনার সাথে আমার সম্বোধনটা
আপনিই ছিলো;
কখনো সখনো কল্পনার ঘোরে
সম্বোধনের রকম ফের হয়েছে বৈকি। 
দোষ নেবেন  না; ওটা লেখার বদঅভ্যাস।
রুটিতে থাকা আলুপোড়া বাটার ভেবে সাজানো
এ প্রতিদিনের কাজ। 
 
ভুলে গেছেন! আমি ভুলিনি।
বেড়াতে আসতে চেয়েছিলেন, 
আসবেন একদিন …
 
আপনাকে কিছু দেখাব।
নিষেধের আড়ালে পিপাসার্ত সত্য
চাকচিক্যের আড়ালে দগদগে ঘা
শীতল হাওয়ায় দমনের অবাক আনাগোনা। 
 
আপনি বিশ্বাস করবেন না, 
জীবনের সমস্ত কর্কশ -কাঠিন্যে আমার ইন্দ্রিয় স্বাক্ষী
কোমলতার কথা উঠতেই শুধু আপনি;
বিনে সুতোয় এত টান! 
 
আপনি ভাবেন আমি বুঝিনা, 
যার ঘর বাদে দাড়াবার উঠোন নেই
তার পা যে নিজের বুকেই পরে। 
বন্ধ্যা নদী , শাঁখারীর মেয়ের বিধবা
বনবাস , প্রয়াত গাভীর শিশু বাচ্চার
দুধের আহাজারি, 
আপনি ভাবেন আমি অনুভব করিনা। 
 
হাফছাড়া ক্লান্তিতে দীর্ঘশ্বাস
আটকে যায়; আমার চারপাশে
কবিতার দুর্বোধ্য বলয়ে,  আমায় আঘাত
হানেনা।
আপনি ভাবেন; আমায় ছুঁতে পারেনা।
এমন শূন্য বেঁচে থাকার কষ্ট আমি ছাড়া
আর কে জানে বলুনতো?
 
একমুঠো সাদা ভাত যত্নে ভাজা পাটশাক
আশ্রয়ের কথা উঠতেই
চালের তলায় পাতা বিছানা; এইতো
আমার আপনার জীবনের প্রাথমিক সংজ্ঞা।
কপাল সোনায় মোড়ানো হলে জ্যোৎস্না বিলাস। 
 
কিছু তর্ক হয় আপনার সাথে –
ইতিহাস , সভ্যতা ,স্বাধীনতার
পঁয়তাল্লিশ বছর পর
বিচারের শুদ্ধতা! কতটুকু?
 
যার উপর আমাদের আলাদা আলোকপাত
ওসব আজ থাক। 
 আপনি ভাবেন যে সহজে তার সৃষ্টিতে
ঘামিয়ে দেয় সব অনুভূতি; সে নিছক
কাঠের ভেজা পুতুল!
 
হে ভাসমান বেলার চীর কোমল – জানুন; 
একটা ছবি এঁকেছিলাম অশ্বথের পাতা জুড়ে, 
সবুজে রক্তজবার লাল মেশেনি কোনমতে। 
কোনদিনই আর মিশবে না ভেবে ছুড়ে দিলাম
চুল্লির তুষঘরে।
পেছনে তাকাবোনা কখনোই না , দৃঢ় প্রতিজ্ঞা করে। 
 
কি লাভ হলো! বারুদ তো অন্তরে, আগুন
পিছুপিছু ছোটে
অশ্বথের পাতা পোড়ে , পোড়ে সময় 
চুল্লির পাহারাদার হয়ে। 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া