adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

এবার কম্পিউটার থেকে বিদায় নিতে চলেছে পেইন্ট

কম্পিউটার থেকে এবার বিদায় নিতে চলেছে পেইন্টডেস্ক রিপাের্ট : উইন্ডোজের ভবিষ্যৎ সংস্করণগুলোতে পেইন্ট প্রোগ্রামটিকে আর রাখবে না মাইক্রোসফট সময় যত এগোচ্ছে, তত আপডেটেড হয়ে পড়ছে জীবন। কারণ, আমাদের নিত্য ব্যবহারের ডিভাইসগুলোতে চলে আসছে আমূল পরিবর্তন। এমনই এক পরিবর্তন আনতে এবার বড় পদক্ষেপ করল মাইক্রোসফট। কম্পিউটার থেকে পেইন্ট এবার বিদায় নিতে চলেছে। উইন্ডোজের ভবিষ্যৎ সংস্করণগুলোতে পেইন্ট প্রোগ্রামটিকে আর রাখবে না মাইক্রোসফট।

এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, মাইক্রোসফটের পরবর্তী উইন্ডোজ ১০ আপডেটের নাম হবে অটাম ক্রিয়েটরস আপডেট। এতে বেশ কিছু নতুন ফিচার থাকবে। তবে দীর্ঘদিনের পুরনো পেইন্ট প্রোগ্রামটিকে সরিয়ে ফেলার ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। ১৯৮৫ সালে উইন্ডোজের প্রথম সংস্করণ ১.০-এর সঙ্গে এসেছিল এমএস পেইন্ট।
উইন্ডোজের মূল প্রোগ্রামের অন্যতম অংশ হিসেবে প্রথম গ্রাফিকস সম্পাদনার প্রোগ্রামটি অনেকেই ব্যবহার করেছেন। ১ বিটের মনোক্রোম লাইসেন্স সংস্করণ থেকে এর যাত্রা শুরু। তবে উইন্ডোজ ৯৮-এর আগে পর্যন্ত পেইন্ট ব্যবহার করে জেপিইজি ফরম্যাটে ছবি সেভ করা যেত না।
অবশ্য সংস্থার তরফে জানানো হয়েছে, পেইন্ট প্রোগ্রামটিকে আলাদা অ্যাপ হিসেবে রাখা হচ্ছে। প্রথমে উইন্ডোজ ১০ থেকে পরবর্তী উইন্ডোজে আর পেইন্ট প্রোগ্রামটি না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সংস্থার তরফে। তবে গ্রাহকদের উৎসাহে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে তারা। পেইন্ট প্রোগ্রাম থাকছে তবে সেটি আলাদা অপশন থেকে ব্যবহারকারীকে ইনস্টল করে ব্যবহার করতে হবে।
তথ্য ও ছবি : এবেলা

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া