পুরনো স্মার্টফোন দিয়ে বানিয়ে নিন স্পাই ক্যাম।
ডেস্ক রিপাের্ট : অফিসে চলে যাওয়ার পরে বাড়িতে কী চলছে, তা শুধুমাত্র ফোন করে ছাড়া খোঁজ নেওয়ার উপায় নেই। তাই আপনি বেরিয়ে যাওয়ার পরে আপনার পোষা প্রানীটি কোথায় লুকিয়ে পড়ছে, বা আপনার বাচ্চার দেখভাল ঠিকঠাক হচ্ছে কি না, কিছুই দেখার উপায় নেই। এদিকে স্পাই ক্যামেরা কেনাও বেশ খরচ সাপেক্ষ। কিন্তু জানেন কি আপনার পুরনো স্মার্টফোন দিয়েই বানিয়ে ফেলতে পারেন স্পাই ক্যাম।
জেনে নিন কীভাবে বানাবেন এই স্পাই ক্যাম
প্রথমেই আপনার দরকার একটি স্মার্টফোন। তবে খেয়াল রাখুন যাতে ফোনটির ক্যামেরাটি ঠিকভাবে চলে।
গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন মোশন ডিটেক্টর প্রো।
অ্যাপটি ডাউনলোড করার পরেই আপনার ইমেইল আইডি বা ফোন নম্বর দিন। এই ফোন নম্বরটি যেন ২৪ ঘণ্টা আপনার কাছে চালু অবস্থায় থাকে। অর্থাৎ আপনি যে ফোনটি সব সময়ে নিজের সঙ্গে রাখেন, তার নম্বর দিন।
ক্যামেরাটি সব সময়ে অন থাকবে। তাই সেই ফোনটির স্ক্রিন লক ডিজএবল করে রাখুন। ফোনটি যেন চার্জে লাগানো থাকে। এই অবস্থাতেই ফোনের ক্যামেরা অন করে রাখুন।
এইভাবে ফোনটি রাখলে, ফোনের ক্যামেরার সামনে কোনও চলন্ত প্রাণী বা বস্তু এলেই তা ভিডিও রেকর্ড করতে শুরু করে দেবে। এই ভিডিও সঙ্গে সঙ্গে আপনার ফোন নম্বর বা ইমেইল মারফত আপনার ফোনে চলে আসবে।
তথ্য ও ছবি : এবেলা.ইন