adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শুক্রবার পেরুর মোকাবিলা করবে আর্জেন্টিনা

ARGENTINAস্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ বাছাই পর্বের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে শুক্রবার ভোরে (বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টা, দেখা যাবে সনি সিক্সে) পেরুর মোকাবেলা করবে আর্জেন্টিনা। বুয়েন্স আয়ার্সে অনুষ্ঠিতব্য এ ম্যাচ দিয়ে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের চূড়ান্ত পর্বের পথ ধরার আশা করছে স্বাগতিক আর্জেন্টিনা।
২০১৪ বিশ্বকাপের ফাইনালে অংশ নেয়া আর্জেন্টিনা বছাইপর্বের শুরু থেকেই হতাশাজনক পারফর্মেন্সের মধ্যে রয়েছে। তারকা খেলোয়াড়ে সমৃদ্ধ দলটি নামের প্রতি কোনভাবেই সুবিচার করতে পারছে না। বার বার ছন্দ হারানোর কারণে রাশিয়া বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের পথটিই যেন কঠিন হয়ে উঠেছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। বিশ্ব সেরা তারকা লিওনেল মেসির নেতৃত্বাধীন দলটি এ পর্যন্ত বাছাই পর্বের ১৬ ম্যাচ থেকে মাত্র ১৬টি গোল আদায় করতে পেরেছে। অথচ ইতোমধ্যে ছিটকে পড়া বলিভিয়ার গোল সংখ্যাও তাদের চেয়ে বেশি।
গত ৫ সেপ্টেম্বর বাছাইপর্বের সর্বশেষ ম্যাচে ভেনেজুয়েলার সঙ্গে ১-১ গোলে ড্র করার ফলে হুমকির মধ্যে পড়ে যায় বিশ্বকাপের চূড়ান্ত আসরে আর্জেন্টিনার সরাসরি অংশগ্রহণের সুযোগটি। বর্তমানে দক্ষিন আমেরিকা অঞ্চলে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে আর্জেন্টিনা।
টেবিলের শীর্ষ পয়েন্ট সংগ্রহকারী চারটি দল সুযোগ পাবে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের। আর পঞ্চম অবস্থানে থাকা দলকে বিশ্বকাপে খেলতে হলে প্লে অফ ম্যাচের বাঁধা ডিঙ্গিয়ে আসতে হবে। সে ক্ষেত্রে প্লে অফে লড়তে হবে নিউজিল্যান্ডের বিপক্ষে। এমন অবস্থায় আগামীকাল পেরুর বিপক্ষের ম্যাচ এবং পরের সপ্তাহে ইকুয়েডরের বিপক্ষের ম্যাচ দুটিই আর্জেন্টাইনদের শেষ ভরসা।
একই দিন পয়েন্ট টেবিলের ষষ্ঠ অবস্থানে থাকা লাতিন আমেরিকার চ্যাম্পিয়ন চিলি আতিথেয়তা দিবে ইকুয়েডরকে। তারা যদি জয় পায় আর চতুর্থ অবস্থানে থাকা পেরু যদি আর্জেন্টিনার বিপক্ষে জয় কিংবা ড্র করে তাহলে সরাসরি বিশ্বকাপে খেলা তো দূরের কথা মেসির দলের প্লে অফ ম্যাচে অংশগ্রহণও হুমকির মধ্যে পড়ে যাবে।
১৯৮২ সালের পর প্রথমবার বিশ্বকাপের চূড়ান্ত পর্বে অংশগ্রহণের স্বপ্নে বিভোর পেরু বলেছে তারা যে কোন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। দলের আর্জেন্টাইন কোচ রিকোর্ডো গারেসা বলেন, ‘আমরা ম্যাচটির জন্য সম্পূর্ণ প্রস্তুত। যে কোন প্রতিপক্ষকে হারানোর জন্য আমরা দলকে প্রস্তুত করে রেখেছি। -ইয়াহু স্পোর্টস

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
October 2017
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া