adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সরকারি কাজে ব্যয়বহুল ফ্লাইট ব্যবহারের অভিযােগ – ট্রাম্পের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

news imageআন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী টম প্রাইস পদত্যাগ করেছেন। সরকারিকাজে ব্যয়বহুল ব্যক্তিগত ফ্লাইট ব্যবহার করার অভিযোগ ওঠার পর তিনি পদ ছাড়লেন। খবর: বিবিসির।

হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টম প্রাইসের পদত্যাগপত্র গ্রহণ করে ডন জে রাইটকে ভারপ্রাপ্ত স্বাস্থ্যমন্ত্রী নিয়োগ দিয়েছেন।
টম প্রাইসের বিরুদ্ধে অভিযোগ, গত মে মাস থেকে তিনি ২৬টি ব্যক্তিগত ফ্লাইটে ভ্রমণ করেছেন। এতে অন্তত চার লাখ ডলার খরচ হয়েছে, যা অতি ব্যয়বহুল।
অভিযোগে বলা হয়, করদাতারা এসব ফ্লাইটের খরচা বহন করেন। অভিযোগ ওঠার পর টম প্রাইস অবশ্য দুঃখপ্রকাশ করে ক্ষমা চান।
যুক্তরাষ্ট্রে পেশাগত কাজে সরকারি কর্মকর্তাদের বাণিজ্যিক ফ্লাইটে ভ্রমণের নিয়ম রয়েছে। শুধুমাত্র জাতীয় নিরাপত্তাবিষয়ক কাজে নিয়োজিত কর্মকর্তারা এ নিয়মের বাইরে।
এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, এ ধরনের খরচে তিনি খুবই ‘অখুশী’।
ট্রাম্পের মন্ত্রিসভার আরও তিন সদস্য এখন কড়া নজরদারিতে রয়েছেন। সরকারি কাজে তারাও এ ধরনের ব্যক্তিগত ফ্লাইট ব্যবহার করেছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2017
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া