adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আবুধাবিতে পাকিস্তানের দারুণ সূচনা

আবুধাবিতে ভালো শুরু পেয়েছে পাকিস্তানওস্পাের্টস ডেস্ক : শ্রীলংকার অধিনায়ক দিনেশ চান্দিমালের বুক থেকে পাহাড় নেমে যাওয়ার কথা। কিছুদিন ধরে যে দারুণ চাপে আছে শ্রীলংকা দল। নিজেদের মাটিতে ভারতের কাছে টেস্ট, ওয়ানডে ও টি-টুয়েন্টি তিন ফরম্যাটেই হয়েছে ধবলধোলাই। সর্বশেষ পাঁচ টেস্টের কোন ইনিংসেই চারশো পেরুনো স্কোর নেই। অবশেষে সেই খরা কাটলো পাকিস্তানের বিপক্ষে। আবুধাবি টেস্টের দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে সবগুলো উইকেট হারিয়ে শ্রীলংকার সংগ্রহ ৪১৯ রান। সবচেয়ে বড় অবদান রেখেছেন অধিনায়ক দিনেশ চান্ডিমাল নিজে। খেলেছেন ১৫৫ রানের অপরাজিত ইনিংস। দ্বিতীয় দিনের শেষ সেশনে ২৩ ওভার ব্যাট করেছে পাকিস্তান। তাতে কোন উইকেট না হারিয়ে ৬৪ রান করেছে তারা।

চান্ডিমাল প্রথম দিনের ২৯তম ওভারে মাঠে নামেন। শুক্রবার ১৫৫ তম ওভারে যখন শ্রীলংকা অলআউট হল তখনও তিনি অপরাজিত। করুনারত্নের (৯৩) সাথে চতুর্থ উইকেটে চান্দিমাল ১০০ রান যোগ করেছেন। ডিকভেলার সাথে গড়েছেন ১৩৪ রানের জুটি। ব্যক্তিগত ৮৩ রানে ডিকভেলা আউট হন। শ্রীলংকার স্কোর তখন ৫ উইকেটে ২৯৫। এরপর দিলরুহান পেরেরার (৩৩) সাথে চান্দিমালের ৯২ রানের জুটি দলকে নিয়ে যায় চারশো রানের খুব কাছে। শেষ দিকে ৩২ রানের ব্যবধানে শেষ ৫ উইকেট হারালেও শ্রীলংকার সংগ্রহ দাঁড়ায় ৪১৯ রান।
আগের দিন রেকর্ড গড়া পাকিস্তানি লেগ স্পিনার ইয়াসির শাহ মোট ৩টি উইকেট পান। পেসার মোহাম্মদ আব্বাসও পান ৩টি উইকেট। টানা দুই বলে শ্রীলংকার শেষ দুই উইকেট নেন আব্বাস। এছাড়া হাসান আলি ২টি এবং হারিস সোহেল ১ উইকেট পান। নিজেদের প্রথম ইনিংসে ভাল শুরু করেছে পাকিস্তান। ওপেনার শান মাসউদ ৩০ এবং সামি আসলাম ৩১ রানে অপরাজিত আছেন। শ্রীলংকার চেয়ে এখনো ৩৫৫ রানে পিছিয়ে আছে পাকিস্তান।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2017
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া