adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

`দক্ষিণ অফ্রিকায় বাংলাদেশ ভালো করবে’

MASHRAFIস্পাের্টস ডেস্ক : সাউথ আফ্রিকার সঙ্গে আসন্ন সিরিজে বাংলাদেশ ক্রিকেট দল ভালো করবে আশাবাদ ব্যক্ত করেছেন দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

২৭ সেপ্টেম্বর বুধবার দুপুরে রংপুর রাইডার্সের আয়োজনে প্রতিবন্ধিদের নিয়ে ক্রিকেট খেলার উদ্বোধন করতে এসে তিনি একথা বলেন।

মাশরাফি বলেছেন, বাংলাদেশ ক্রিকেটে অনেক উন্নতি করেছে। অনেক বড় বড় দেশের টিমকে আমরা হারিয়েছি। সাউথ অফ্রিকার সাথে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে ভালো করবে বলে আশা প্রকাশ করেছেন।

এসময় রংপুর রাইডার্স নিয়ে তিনি বলেন, এবার বিপিএলে ভালো ক্রিকেট খেলা উপহার দেবে এ জন্য তিনি রংপুরবাসীর দোয়া কামনা করেন।

প্রতিবন্ধিদের ব্যাপারে মাশরাফি বলেন, প্রতিবন্ধি বলে তাদের অবহেলা করা উচিত নয় তারাও যাতে সমাজে তাদের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে পারে সে জন্য আমাদের সকলকে দায়িত্ব নিতে হবে। তিনি বলেন প্রতিবন্ধিদের ক্রিকেট খেলায় আরো উৎসাহিত করার জন্য আমরা কাজ করছি। আশা করি তারা আগামী বিশ্ব প্রতিবন্ধি ক্রিকেটে আরো ভালো করবে। রংপুর থেকে উদীয়মান তরুণ ক্রিকেট খেলোয়াড় বাছাই করে তাদের প্রশিক্ষণ দিয়ে রংপুর রাইডার্সসহ ঢাকায় তাদের বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করার সুযোগ করে দেবার জন্য রংপুর রাইডার্স উদ্যগ নিয়েছে। সে জন্য আমরা আজ রংপুর বিভাগের বিভিন্ন এলাকা থেকে ক্রিকেটার বাছাই করার প্রক্রিয়া শুরু করেছি বলে জানান।

এর আগে মাশরাফি রংপুর স্টেডিয়ামে এসে পৌঁছলে তাকে হাজার হাজার নারী পুরুষ শিশু তাকে স্বাগত জানায়।

মাশরাফি ছাড়াও রংপুর রাইডার্সের খেলোয়াড় আব্দুর রাজ্জাক ও মিথুন দাস রংপুরে আসেন। পরে মাশরাফি প্রতিবন্ধি ক্রিকেটারদের ক্রিকেট খেলা উপভোগ করেন।

এ সময় রংপুর রাইডার্সের কর্ণধার বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান শাফায়েত সোবহানসহ ক্রিকেট বোর্ডের কর্মকর্তা সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে রংপুর রাইডার্সের আয়োজনে মনমুদ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2017
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া