adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মালিতে ৩ বাংলাদেশি শান্তিরক্ষী নিহতের ঘটনায় খালেদা জিয়ার শোক

KHALEDAডেস্ক রিপাের্ট : আফ্রিকার মালিতে শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনার সময় সস্ত্রাসীদের পুঁতে রাখা শক্তিশালী বোমা বিস্ফোরণে ৩ বাংলাদেশি সেনা নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এ ছাড়া সংঘর্ষে চার সেনা সদস্য আহত হওয়ার ঘটনায়ও তিনি  মর্মাহত হয়েছেন।
রোববার এক শোকবার্তায় বিএনপির চেয়ারপারসন বলেন, ‘সংঘাতকবলিত বিশ্বের বিভিন্ন দেশের মানুষের  জানমালের নিরাপত্তা, শান্তি ও স্থিতি নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে অংশগ্রহণ করে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন।  ঝঞ্জা বিক্ষুব্ধ ও রক্তাক্ত সহিংসতায় আকীর্ণ বিভিন্ন দেশের পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সদস্য হিসেবে অসীম সাহসিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন।
নিজের জীবন উৎসর্গ করে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী হিসেবে তাদের এই মহিমামান্বিত আত্মদান অন্যদের কাছে প্রেরণা হয়ে থাকবে।’
শোকবার্তায় বলা হয়, ‘মালিতে নিহত ও আহত বাংলাদেশি সেনা সদস্যরা এই জাতির অকুতোভয় গর্বিত সত্ত্বা। মালিতে দুষ্কৃতকারীদের সঙ্গে সংঘর্ষে জাতিসংঘ শান্তি মিশনের তিন বাংলাদেশি সেনা সদস্য দায়িত্ব পালন করতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন, সেটি বাংলাদেশি জাতিকে নির্ভিক ও সাহসী জাতি হিসেবে সারা বিশ্বে বাংলাদেশের পরিচয়কে আবারও উদ্ভাসিত করল। এই শোকাবহ ঘটনায় ব্যথিত বাংলাদেশিদের ন্যায় আমিও সমব্যথী। মালিতে দুষ্কৃতকারীদের পুঁতে রাখা বোমা বিস্ফোরণে নিহত তিন সেনা সদস্যের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহত চারজন সেনা সদস্যের আশু সুস্থতা কামনা করছি।’
অপর এক শোকবার্তায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মালিতে দুষ্কৃতকারীদের সঙ্গে সংঘর্ষের পর তাদের পুতে রাখা বোমা বিস্ফোরণে বাংলাদেশি তিন সেনা সদস্য নিহত এবং চার  সদস্যের আহত হওয়ার ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন। তিনি বলেন, জাতিসংঘ শান্তিরক্ষাকারী বাহিনীতে বাংলাদেশি সেনা সদস্যরা দায়িত্ব পালন করতে গিয়ে তাঁদের জীবনদান জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। বিএনপির মহাসচিব নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার-পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা জানান। তিনি আহত সেনা সদস্যদের দ্রুত সুস্থতা কামনা করেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2017
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া