adv
১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ধোনির ত্রি শতক, কুলদীপের হ্যাটট্টিক

DHONIস্পাের্টস ডেস্ক : মহেন্দ্র সিং ধোনির ভারতের হয়ে খেলা ৩০০ তম ওডিআই ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫০ রানের বড় জয় পেয়েছে ভারত। সাবেক এই অধিনায়ক ২য় ওডিআইতে ব্যাটে রান করতে না পারলেও রান পেয়েছেন বর্তমান অধিনায়ক বিরাট কোহলি। কোহলির ব্যাট থেকে আসে ৯২ রান আর তরুণ চায়নাম্যান বোলার কুলদীব যাদব হ্যাটট্টিকের গৌরব অর্জন করেন।
বৃষ্টি বিঘ্নিত ১ম ওডিআইতে ২৬ রানে হারের পর ২য় ওডিআইতেও হারের লজ্জা পেল অজিরা। এখন সিরিজ বাঁচাতে বাকী তিনটি ম্যাচ জিতিতে হবে তাদের। কলকাতার ইডেন গার্ডেনসে বৃহস্পতিবার টস জিতে ব্যাটিংয়ের সিধান্ত নেয় ভারত। উইনিং কম্বিনেশন ঠিক রাখে ভারত তবে অজি পেস বোলিং অলরাউন্ডার জেমস ফকনারের স্থানে খেলতে নামেন পেসার কেন রিচার্ডসন এবং লেগ স্পিনার জাম্পার স্থানে হাত ঘুরান অ্যাাশটন অ্যাগার।
ইনিংসের শুরুতেই রোহিত শর্মাকে ব্যক্তিগত ৭ রানে ফেরান নাথান কোল্টার-নাইল। এরপর রাহানে এবং কোহলি ১০২ রানের পার্টনারশীপ গড়েন। রাহানে ৫৫ রানে রান আউটের স্বীকার হন। শতক থেকে মাত্র ৮ রান বাকী থাকতে নাইলের ইন সুইংয়ে বোল্ড হয়ে ফেরেন কোহলি। ধোনি করেন মাত্র ৫ রান। আর কোন ব্যাটসম্যান সুবিধা করতে না পারায় ২৫২ রানের টার্গেট দাঁড়ায় অজিদের। ক্লোটার-নাইল এবং রিচার্ডসন পান ৩টি করে উইকেট।
জবাবে অজিরা শুরুতে ভুবেনশ্বর কুমারের সুইংয়ে কোণঠাসা হয়ে পড়ে। দুই ওপেনার কার্টরাইট এবং ওয়ার্নারকে দুজনকেই ১ রানে ফেরান ভুবেনশ্বর কুমার। ১০০ তম ওডিআই খেলতে নামা অজি অধিনায়ক স্টিভ স্মিথের ব্যাট থেকে আসে ৫৯ রান। মার্কাস স্টোনিস ৬২ রানে অপরাজিত ছিলেন। ৩৩ তম ওভার করতে আসেন কুলদিপ দ্বিতীয় বলে বোল্ড হন ম্যাথু ওয়েড, পরের বলে লেগ স্পিনে এলবিডাব্লিউ অ্যাশটন অ্যাগার। চতুর্থ বলটায় প্যাট কামিন্স টার্ন না বুঝে ধরা দেন ধোনির কাছে। হ্যাটট্টিক করে দলের জয়ের পথটা আরো মসৃণ করে দেন তিনি। কুলদীপ এবং ভুবেনশ্বর কুমার ঝুলিতে ভরেন ৩ টি করে উইকেট। চাহাল এবং হারদিক পান্ডে নেন ২টি করে উইকেট।  
সংক্ষিপ্ত স্কোর: ভারত: ৫০ ওভারে ২৫২
অস্ট্রেলিয়া: ৪৩.১ ওভারে ২০২
ফল: ভারত ৫০ রানে জয়ী
সিরিজ: পাঁচ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত
ম্যান অব দ্য ম্যাচ: বিরাট কোহলি।   

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2017
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া