adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সীমান্তরক্ষী বাহিনীর পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ৩ রোহিঙ্গা নিহত

MAIN BOMAডেস্ক রিপাের্ট : সীমান্তে  মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর পুঁতে রাখা মাইন বিস্ফোরণে তিন রোহিঙ্গা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। অপর একজন গুরুতর আহত হয়ে বাংলাদেশে ঢুকেছেন। বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুনধুম ও রেজু আমতলি সীমান্তে ওপারে শনিবার রাতে ও আজ রবিবার সকালে এ বিস্ফোরণ হয়। জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ তথ্য জানানো হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৪ ব্যাটলিয়নের কমান্ডিং অফিসার (সিও) লে. কর্নেল মঞ্জুরুল হাসান খান জানান, মিয়ানমারের রাখাইন অঞ্চলের অভ্যন্তরে নারায়ণচঙ্গ এলাকায় দেশটির সীমান্তরক্ষী বাহিনীর পুঁতে রাখা মাইন বিস্ফোরিত হয়ে গতরাতে তিনজনের মৃত্যুর খবর পেয়েছি। একজন আহত অবস্থায় বাংলাদেশে ঢুকেছেন।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম সারোয়ার কামাল বলেন, গতকাল শনিবার রাতে ঘুনধুম ইউনিয়নের রেজু আমতলি সীমান্তের ওপারে আইইডি বিস্ফোরণে ইউছুপ নবী নামে আহত একজনকে নিয়ে আসা হয়েছেন।  বিস্ফোরণের আঘাতে তাঁ পা একটি পা উড়ে গেছে। তিনি রেজু আমতলিপাড়ায় বসবাস করেন। আজ তুমব্রু ও বাইশফাড়ির মাঝামাঝি স্থানে আরেকটি বিস্ফোরণে মোহাম্মদ হাসান (৩২) নামের আরেকজন আহত হয়েছেন। তাঁদের দুজনকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থীশিবিরের হাসপাতালে নেওয়া হয়েছে।

ঘুনধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ জানিয়েছেন, আইইডি বিস্ফোরণে আহত দুজনের মধ্যে রেজু আমতলির সীমান্তের ওপারে আহত ইউছুপ নবীর কুতুপালং শরণার্থীশিবিরের হাসপাতালে মৃত্যু হয়েছে।

পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানিয়েছেন, রেজু আমতলি সীমান্তের ওপারে গত শনিবার রাতে বিস্ফোরণে একজন আহত ছাড়াও আরও তিনজনের মৃত্যু হয়েছে বলে শোনা গেছে। কিন্তু লাশ ও নাম না পাওয়ায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2017
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া