adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বাংলাদেশের ন্যাশনাল ডিফেন্স কলেজের ওয়েবসাইট হ্যাক করেছে মিয়ানমারের হ্যাকাররা

HAKERআন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশের হ্যাকার গ্রুপ ‘সাইবার ৭১’-এর হ্যাকিংয়ের জবাবে মিয়ানমারের হ্যাকাররা হ্যাক করেছে বাংলাদেশের ন্যাশনাল ডিফেন্স কলেজের ওয়েবসাইট। ন্যাশনাল ডিফেন্স কলেজের ওয়েবসাইট  হফপ.মড়া.নফ তে  গেলেই ভেসে উঠছে একটি বার্তা ও কিছু গ্রাফিক ছবি। এর সঙ্গে জুড়ে দেয়া হয়েছে বিশাল সব লেখা। 
লাল ব্যাকগ্রাউন্ডে কালো কালিতে কম্পিউটার কম্পোজে লেখা বার্তা রয়েছে এতে। উপরে কালো ব্যাকগ্রাউন্ডে রয়েছে মিয়ানমারের পতাকা। তার নিচে লেখা ‘বিএমএইচ’। অর্থাৎ ব্রাদারস অব মিয়ানমার হ্যাকারস। 
উল্লেখ্য, শুক্রবার বাংলাদেশের হ্যাকাররা মিয়ানমার সরকারের বেশ কিছু ওয়েব সাইট হ্যাক করা হয়েছে বলে ঘোষণা দেয়। এর পরদিন শনিবারই মিয়ামারের হ্যাকাররা পাল্টা হামলা চালায়। তারা ন্যাশনাল ডিফেন্স কলেজের ওয়েব সাইট হ্যাক করে সেখানে লিখেছে, রোহিঙ্গা বলতে কিছু নেই। বাংলাদেশ থেকে আরাকানে আসা অবৈধ অভিবাসীরা এই শব্দটি আবিস্কার করেছে। তারা বোট পিপল নামেও বিশ্বজুড়ে পরিচিত। তাদের সংখ্যা দ্রুত বাড়তে থাকে, দ্রুত গতিতে। তারপর তারা আরাকানের আদি অধিবাসীদের বিরুদ্ধে অবমাননা, হামলা ও হত্যা শুরু করে। 

এসব আদি অধিবাসীরা শান্তিতে বসবাস করছিলেন। ১৯৮২ সালে (রোহিঙ্গারা) আমাদের জাতীয় নাগরিকত্ব নীতির প্রতি অশ্রদ্ধা দেখায়।  তারা আরাকানে সন্ত্রাসী হামলা চালানোর জন্য বিভিন্ন ইসলামিক শহর থেকে প্রশিক্ষণ পেয়েছে। তাদেরকে সমর্থন করছে ওআইসির মতো আন্তর্জাতিক ইসলামিক সংগঠন। তারা শান্তিপ্রিয় আরাকান নাগরিকদের উত্যক্ত করছে। তারা আমাদের স্বদেশী আরাকানদের হত্যা করছে। এখন তারা আরাকানকে তাদের ইসলামিক রাজ্য বানানোর দাবি করছে। হ্যাক করে আরো লিখা হয়েছে, বিভিন্ন গ্রুপ থেকে তারা আর্থিক সহায়তা পায়। তাদেরকে সমর্থন করে দুর্নীতিগ্রস্ত মিডিয়া। তারা বিশ্বকে বলে যে, তাদের ওপর গণহত্যা চালানো হচ্ছে। 

যা সত্য থেকে অনেক দূরে। তারা নিজেদেরকে ভিকটিম হিসেবে দেখায়। যখন তাদের নৃশংসতা আরোকানের মানুষের ওপর চালানো হয় তখনই তারা এটা করে। আমরা কখনোই তাদেরকে আমাদের জাতি হিসেনে মেনে নেবো না। কারণ, তারা মিয়ানমারে এসেছে অবৈধভাবে। তারা আমাদের লোকজনকে হত্যা করেছে। আমাদের ভূমি ব্যবহার করেছে। আমাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে। আরাকানের শান্তিপ্রিয় মানুষকে তাদের বাড়ি ছাড়তে বাধ্য করেছে। এমন নৈরাজ্য কখনোই মেনে নেয়া যায় না। মিয়ানমারে তো নয়ই, বাকি বিশ্বের কোনো দেশেও না। 

আমরা অন্ধ মিডিয়ার কথা না শুনতে বিশ্বের কাছে আহ্বান জানাই। তথাকথিত রোহিঙ্গারা যেসব মিথ্যার ঢেউ তুলেছে তার সত্যতা যাচাই করে দেখতে বলি।  এর আগে শুক্রবার ফেসবুক পোস্টে সাইবার ৭১ নামের হ্যাকার গ্রুপ দাবি করে, বাংলাদেশ ইন্দোনেশিয়া তুরস্ক ও পাকিস্তানের হ্যাকাররা মিয়ানমার সরকারের বিভিন্ন ওয়েবসাইট হ্যাক করেছে। এর উদ্দেশ্য হলো রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে নির্যাতন বন্ধের দাবি জানানো।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2017
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া