adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অবশেষে চট্টগ্রাম টেস্টে মুমিনুল

Bangladesh cricketer Mominul Haque plays a shot during the first day of the second cricket Test match between Bangladesh and South Africa at the Sher-e-Bangla National Cricket Stadium in Dhaka on July 30, 2015. AFP PHOTO/ Munir uz ZAMAN        (Photo credit should read MUNIR UZ ZAMAN/AFP/Getty Images) ক্রীড়া প্রতিবেদক : ঢাকা টেস্টের স্কোয়াডে থাকলেও জায়গা হয়নি মূল একাদশে। অবশেষে চট্টগ্রামে শুরু হওয়া সিরিজের দ্বিতীয় টেস্টে ফিরলেন মুমিনুল হক। শফিউল ইসলামের পরিবর্তে একাদশে নাম লেখালেন মুমিনুল। ফলে সাগরিকায় অলরাউন্ডারসহ মোট ৯ ব্যাটসম্যান নিয়ে লড়াইয়ে নামল টিম বাংলাদেশ। অপরদিকে জশ হ্যাজলউড এবং উসমান খাজার বদলে ওজি একাদশে হিলটন কার্টরাইট এবং স্টিভ ও’কিফ।

চার নম্বরেই ব্যাট করবেন মুমিনুল হক। সাদা পোশাকে চার নম্বরে মমিনুল বাংলাদেশের সবচেয়ে সফল ব্যাটসম্যান। যে পজিশনে ৯টি টেস্ট খেলেছেন তিনি। করেছেন ৮৭৭ রান। গড়ও সবার চেয়ে বেশি ৬২.৬৪। তার ক্যারিয়ার সেরা ১৮১ রানের ইনিংসটিও এই চার নম্বরেই। রয়েছে তিন শতক ও পাঁচ অর্ধশতকের ইনিংস।

বাংলাদেশের সামনে সিরিজ জেতার সুযোগ। অপরদিকে অস্ট্রেলিয়া চাচ্ছে সমতায় শেষ করতে। তবে একটা পরিসংখ্যান টাইগারদের দেবে বাড়তি প্রেরণা। বাংলাদেশ প্রথম ম্যাচে জেতার পর কখনো টেস্ট সিরিজ হারেনি বা ড্র করেনি।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক ও অধিনায়ক), সাকিব আল হাসান, মুমিনুল হক, সাব্বির রহমান, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম এবং মোস্তাফিজুর রহমান।

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, ম্যাট রেনশ, স্টিভেন স্মিথ (অধিনায়ক), হিলটন কার্টরাইট, পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), অ্যাস্টন অ্যাগার, প্যাট কামিন্স, স্টিভ ওকিফ এবং নাথান লায়ন।
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2017
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া