adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

‘সরকার অঘোষিত একদলীয় শাসন পরিচালনা করছে’

F Fনিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দেশে এখন অঘোষিত একদলীয় শাসন পরিচালনা করছে। তারা মানুষের মৌলিক অধিকার কেড়ে নিচ্ছে। প্রতিটি ক্ষেত্রে গণতন্ত্রকে হত্যা করছে।’ গুম-খুন-হত্যার মাধ্যমে বিরোধী রাজনৈতিক দল ও ভিন্ন মতকে ধ্বংস করছে বলেও অভিযোগ করেন তিনি।

শুক্রবার (০১ সেপ্টেম্বর) সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধাঞ্জলির পূর্বে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিএনপির ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দলের নেতাকর্মীদের সাথে নিয়ে এ শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দীর্ঘ ৩৯ বছরে বিএনপির অর্জন অনেক দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, সংবাদপত্রের স্বাধীনতা, অর্থনৈতিক মুক্তি, জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে জিয়াউর রহমানের অবদান অসীম।’

তিনি বলেন, ‘পরবর্তীকালে জিয়াউর রহমানকে হত্যার পর দীর্ঘ ৯ বছর স্বৈরশাসকের বিরুদ্ধে লড়াই করেছেন এবং রাষ্ট্র পরিচলানা করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। কিন্তু দুঃখের বিষয় আজকে আবারও এক স্বৈরাচারি, অনৈতিক, অবৈধ সরকার বাংলাদেশের মানুষের ওপর চেপে বসেছে।’

বিএনপির সকল অর্জন আওয়ামী লীগ ও এরশাদের সামরিক সরকার সুপরিকল্পিতভাবে ধ্বংস করে দিয়েছে এমন মন্তব্য করে দলটির মহাসচিব বলেন, ‘বিএনপি প্রতিটি অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে লড়াই করেছে। আর এখন লড়াই করছে জোর করে ক্ষমতায় বসে থাকা অগণতান্ত্রিক ক্ষমতাসীনদের বিরুদ্ধে।’

তিনি বলেন, ‘বিশ্বাস করি বিএনপির নেতৃত্বেই গণতন্ত্র ফিরে আসবে। তাই আজকের এই দিনে দলের ৩৯তম প্রতিষ্টা বার্ষিকীতে নেতাকর্মীরা শপথ নিয়েছে যে, গণতন্ত্র পুনঃরুদ্ধার না হওয়া পর্যন্ত বিএনপির লড়াই সংগ্রাম অব্যবাহত থাকবে।’

সরকার গঠন ও চ্যালেঞ্জ নেয়ার ক্ষমতা বিএনপির নেই প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘এটা তো উনি (প্রধানমন্ত্রী) বলতেই পারেন। উনার কথার প্রেক্ষিতে কথা বলা আমি সমীচীন মনে করি না। সাহস আছে কী নেই সেটা দেশের জনগণ দেখেছে।’

তিনি বলেন, ‘বিগত লড়াই সংগ্রামে বিএনপির এক হাজার নেতাকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। পাঁচশর অধিক নেতাকর্মীকে গুম করে দেয়া হয়েছে। সম্প্রতি ২০ দলীয় জোটের শরীক বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব আমানুর রহমানকে গুম করা হয়েছে। শুধু তাই নয়, গুম-খুন-হত্যা করে ত্রাস সৃষ্টি, মিথ্যা মামলা দিয়ে গণতন্ত্রকে ধাবিয়ে রেখে একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা করছে আওয়ামী লীগ। কিন্তু রক্তে অর্জিত গণতন্ত্র জনগণ একদিন ফিরিয়ে আনবেই।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কোরবানির যে মূল বিষয় ত্যাগ স্বীকার করা। সেই ত্যাগ স্বীকারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশবাসীকে আহ্বান জানিয়েছেন।’

বিএনপি নির্বাচনকালীন রূপরেখা যথা সময়ে দেবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

রোহিঙ্গা ইস্যুতে মির্জা ফখরুল বলেন, ‘এটা অমানবিক। আমরা মনে করি মিয়ানমার সরকার রোহিঙ্গা মুসলমানদের উপর যে হত্যা নির্যাতন চালাচ্ছে এটা গণহত্যার শামিল। মিয়ানমার সরকারকে অবিলম্বে এ হত্যা নির্যাতন বন্ধ করা উচিত এবং রোহিঙ্গা যারা ইতোমধ্যে চলে এসেছেন তাদেরকে ফিরিয়ে নেয়ার ব্যবস্থা করা হউক। সেই সঙ্গে বাংলাদেশের সরকারের উচিত হবে একেবারে অসহায় নিরপরাধ যাদেরকে হত্যা করা হচ্ছে তাদেরকে আশ্রয় দেয়া।’

এসময় উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, ড.আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, বরকত উল্লাহ বুলু, শামসুজ্জামান দুদু, অধ্যাপক এমএ মান্নান, ডা. এজেডএম জাহিদ হোসেন, আহমেদ আযম খান, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক, আমান উল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সপু, আন্তর্জাতিক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য কাজী আবুল বাশার, জেবা খান এবং যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু।
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2017
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া