adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিরাট কােহলি সেঞ্চুরির সিংহাসনে ‘থার্ড বয়’

KOHLIস্পাের্টস ডেস্ক : বিশ্ব ক্রিকেটে বিরাট রাজ! কলম্বোয় শ্রীলঙ্কার বিরুদ্ধে চতুর্থ ওয়ান ডে-তে ৯৬ বলে ১৩১ রানের রাজকীয় ইনিংস খেললেন বিরাট কোহলি৷ কেরিয়ারে ২৯ নম্বর সেঞ্চুরি করলেন ক্যাপ্টেন কোহলি৷ সেই সঙ্গে ওয়ান ডে ক্রিকেটে সর্বাধিক সেঞ্চুরির বিচারে তিন নম্বরে উঠে এলেন বিরাট৷ তাঁর আগে শুধুমাত্র দুই কিংবদন্তি রিকি পন্টিং এবং সচিন তেন্ডুলকর৷

বৃহস্পতিবার ম্যাচের আগেও তিন নম্বরে ছিলেন কোহলি৷ যেখানে তাঁর কৃতিত্বে ভাগ বসিয়েছিলেন প্রাক্তন শ্রীলঙ্কা অধিনায়ক সনৎ জয়সূর্য৷ কিন্তু এদিন লসিথ মালিঙ্গাদের নিয়ে ছেলেখেলা করে জয়সূর্যকে টপকে গেলেন বিরাট৷ ৭৬ বলে সেঞ্চুরি করে ওয়ান ডে কেরিয়ারে ২৯তম শতরান করলেন কোহলি৷ সেই সঙ্গে ওয়ান ডে ক্রিকেটের ইতিহাস তৃতীয় সর্বাধিক সেঞ্চুরি মালিক হলেন বিরাট৷ মাত্র ১৯২টি ম্যাচে ২৯টি সেঞ্চুরিটি করেন ভারত অধিনায়ক৷
কোহলির আগে রয়েছেন দুই কিংবদন্তি৷ সর্বাধিক সেঞ্চুরির মালিক সচিন৷ ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে ৪৯টি সেঞ্চুরি করে শিখরে মাস্টার ব্লাস্টার৷ ৪৬৩টি ম্যাচে ৪৯টি সেঞ্চুরি করেছেন ক্রিকেটঈশ্বর৷ সচিনের পরে দ্বিতীয় স্থানে রয়েছেন পন্টিং৷ প্রাক্তন অজি অধিনায়কের ওয়ান ডে সেঞ্চুরির সংখ্যা ৩০টি৷ ৩৭৫টি ম্যাচে এই সংখ্যক সেঞ্চুরি করেন ‘পান্টার’৷ অর্থাৎ আর একটি মাত্র সেঞ্চুরি করলেই পন্টিংকে ছুঁয়ে ফেলবেন বিরাট৷

প্রেমাদাসার বাইশ গজে এদিন লঙ্কার বোলারদের নিয়ে ছেলেখেলা করেন বিরাট৷ শেষ পর্যন্ত বিরাটকাণ্ড থামে মালিঙ্গার বলে৷ মালিঙ্গাকে কভারের উপর মারতে গিয়ে বাউন্ডারির ধারে ক্যাচ আউট হন ক্যাপ্টেন কোহলি৷ ৯৬ বলে ১৭টি বাউন্ডারি ও দু’টি ওভার বাউন্ডারি-সহ ১৩১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন বিরাট৷ কোহলিকে আউট করে এদিন মাইলস্টোন ছুঁলেন মালিঙ্গাও৷ ওয়ান ডে কেরিয়ারে ৩০০ উইকেট নিলেন শ্রীলঙ্কান অভিজ্ঞ পেসার৷
এদিন আরও একটি নজির গড়লেন বিরাট৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে এটি তাঁর সপ্তম ওয়ান ডে সেঞ্চুরি৷ ভারতীয়দের মধ্যে দ্বিতীয়৷ লঙ্কার বিরুদ্ধে সর্বাধিক আটটি শতরান রয়েছে সচিনের৷ এদিন দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে আরও এক মাইলস্টোন ছুঁয়ে ফেলেন বিরাট৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে-তে ২০০০ রানের মাইলস্টোন টপকে যান ভারত অধিনায়ক৷
ব্যক্তিগত পারফরম্যান্সের পাশাপাশি দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন বিরাট৷ তাঁর নেতৃত্বে লঙ্কাকে তিন টেস্টের সিরিজের হোয়াইটওয়াশ করে৷ টিম কোহলি৷ টেস্ট সিরিজের পর পাঁচ ওয়ান ডে সিরিজে প্রথম তিনটি ম্যাচ জিতে ওয়ান ডে সিরিজও পকেটে পুরেছে ভারত৷ টেস্টের পর লঙ্কাকে ওয়ান ডে সিরিজেও হোয়াইটওয়াশ করার লক্ষ্য বিরাটবাহিনী৷-কলকাতা২৪

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2017
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া