adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মাহমুদউল্লাহ ছাড়াই জ্যামাইকার বড় জয়

C P Lস্পাের্টস ডেস্ক : এই ম্যাচেও বাংলাদেশের অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ সাইড বেঞ্চে। তাকে ছাড়াই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) উড়ছে জ্যামাইকা তালাওয়াস। তারা আজ গুরুত্বপূর্ণ ম্যাচে দারুণ জয় পেয়েছে। সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টসকে ৪১ রানে হারিয়ে শীর্ষ দুয়ে জায়গা করে নেয়ার স্বপ্ন উজ্জ্বল করেছে জ্যামাইকা। দলের জয়ে ব্যাটিং এবং বোলিংয়ের কোনো সুযোগই পাননি বাংলাদেশের তারকা অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ।
কিংস্টনের স্যাবাইনা পার্কে বাংলাদেশ সময় সকালে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করে জ্যামাইকা। জবাবে ব্যাটিংয়ে নেমে ১১৬ রানেই গুটিয়ে যায় সেন্ট কিটস এন্ড নেভিস।
নবম ম্যাচে এটি জ্যামাইকার ষষ্ঠ জয়। অন্যদিকে নবম ম্যাচে সেন্ট কিটসের এটি তৃতীয় হার। দলটির পাঁচ জয়ের বিপরীতে একটি ম্যাচ ড্র হয়েছে।
জ্যামাইকার চ্যালেঞ্জিং সংগ্রহের কৃতিত্ব কুমার সাঙ্গাকারার। তাকে যোগ্য সঙ্গ দেন রবম্যান পাওয়েল এবং গ্লেন ফিলিপস। সাঙ্গাকারা ৪৫ বলে ৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে করেন ৬৯ রান। এছাড়া রবম্যান ৪৩ এবং ফিলিপস করেন ৩৪ রান। ব্যাটিংয়ে নামারই সুযোগ পাননি মাহমুদউল্লাহ। সেন্ট কিটসের হয়ে শেল্ডন কট্রেল সর্বোচ্চ দুটি উইকেট নেন। বেন হিলফেনহাস, মোহাম্মদ নবী ও তাবারেজ শামসি নেন একটি করে উইকেট।
১৫৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ওশান থমাস, ক্রিসমার সান্তোকি এবং মোহাম্মদ সামির বোলিং তোপে পড়ে শুরু থেকেই ব্যাকফুটে চলে যায় সেন্ট কিটস। এরপর আর মাথা তুলে দাঁড়াতে পারেনি দলটি।
সেন্ট কিটসের হয়ে এভিন লুইস সর্বোচ্চ ৪০ রান করেন। এছাড়া মোহাম্মদ হাফিজ ২১ এবং ডেভন থমাস করেন ১৪ রান।
সেন্ট কিটসের হয়ে তিনটি করে উইকেট নেন থমাস ও সান্তোকি। ক্রিকইনফো

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া