adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আবদুল জব্বারের প্রথম ও শেষ অ্যালবাম

ALBAMবিনােদন ডেস্ক : সালাম সালাম হাজার সালাম, জয় বাংলা বাংলার জয়, তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়সহ সংখ্য কালজয়ী গানের শিল্পী আবদুল জব্বার। দেশবরেণ্য এই সঙ্গীতশিল্পীর মৌলিক গানের অ্যালবাম ‘কোথায় আমার নীল দরিয়া’।

চলতি বছরই প্রকাশিত এ অ্যালবামই তার প্রথম এবং শেষ অ্যালবাম।  
অ্যালবামটির নয়টি গানই লিখেছেন মো. আমিরুল ইসলাম। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন গোলাম সারোয়ার।

গানগুলোর মধ্যে 'আমি দুঃখকে বলেছি', 'মা আমার মসজিদ', 'আমি আপন ঘরের জানলাম না খবর', 'এখানে আমার পদ্মা মেঘনা', 'প্রেমের বিষকাঁটা', 'নয়নে মেখো না কাজল' উল্লেখযোগ্য।

অ্যালবাম সম্পর্কে তার প্রতিক্রিয়ায় শিল্পী আবদুল জব্বার বলেছিলেন, গানগুলোতে মা, মাটি, দেশ, ধর্ম, সমাজ সবই আছে। আশা করছি, দেশের ও দেশের বাইরের অগণিত ভক্ত-শ্রোতাদের কাছে অ্যালবামটি জনপ্রিয়তা পাবে।  

সত্যিকারের সঙ্গীতপ্রেমী এবং নতুন শিল্পীরা এ অ্যালবামের গান থেকে অনেক কিছু শিখতে পারবে বলে মনে করেন শিল্পী আবদুল জব্বার।

প্রসঙ্গত, আজ বুধবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।  
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া