adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সপ্তম নৌবহরের কমান্ডার জোসেফ অকয়েনক বরখাস্ত

BAHORআন্তর্জাতিক ডেস্ক : একের পর এক রণতরী দুর্ঘটনায় পড়ার পর সপ্তম নৌবহরের কমান্ডার জোসেফ অকয়েনকে বরখাস্ত করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতির বরাত দিয়ে বিবিসি বুধবার এ খবর জানায়।

বিবৃতিতে বলা হয়, মার্কিন নৌবাহিনী ভাইস অ্যাডমিরাল অকয়েনের নেতৃত্বের উপর আস্থা হারিয়েছে।

২০১৫ সালে সপ্তম নৌবহরের কমান্ডারের দায়িত্ব পান অকয়েন, কয়েক সপ্তাহের মধ্যে তার অবসরে যাওয়ার কথা ছিল।

সোমবার সিঙ্গাপুরের কাছে একটি তেলবাহী জাহাজের সঙ্গে মার্কিন রণতরী ইউএসএস জন এস ম্যাককেইন এর সংঘর্ষে পাঁচ নৌসেনা আহত এবং ১০ সেনা নিখোঁজ হয়। নিখোঁজ নৌসেনাদের অনুসন্ধান অভিযানে মঙ্গলবার ডুবুরিরা  ইউএসএস জন ম্যাককেইনের ডুবে যাওয়া অংশের বন্ধ কম্পার্টমেন্টগুলোর ভেতরে মানুষের দেহাবশেষ খুঁজে পায়।

এটি এ বছর মার্কিন নৌবাহিনীর কোনও জাহাজের সঙ্গে অন্য কোনও জাহাজের সংঘর্ষের চতুর্থ ঘটনা; গত দুইমাসের মধ্যে যা দ্বিতীয়।

যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের ঘাঁটি জাপানের ইওকোসুকা। এটি মার্কিন নৌবাহিনীর অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ সবচেয়ে বড় নৌবহর; বহরে ৫০ থেকে ৭০টি জাহাজ ও সাবমেরিন আছে।
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া