adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ওবায়দুল কাদের বললেন – গ্রেনেড হামলার বিচার এ সরকারের আমলেই হবে

O K Aনিজস্ব প্রতিবেদক : সরকারের বর্তমানে মেয়াদেই ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলার বিচার সম্পন্ন হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর বনানী কবরস্থানে বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

সেতুমন্ত্রী বলেন, ’২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচারের রায় এ সরকারের আমলেই শেষ হবে।’
এদিকে ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের বিষয়ে কাদের বলেন, ‘রাজনৈতিক ফায়দা লুটতে চেয়েছিল বিএনপি, কিন্তু রঙিন খোয়াব ভেস্তে গেছে। এখন উল্টাপাল্টা বকছে।’
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী শান্তি সমাবেশে নারকীয় গ্রেনেড হামলা চালানো হয়। এ হামলায় শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় কয়েকজন নেতা অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও ২৪ জন নেতাকর্মী নিহত হন। প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিণী ও আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমান সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৪ আগস্ট মারা যান। এ ছাড়া এ হামলায় আরো ৪০০ জন আহত হন। তাদের অনেকেই চিরতরে পঙ্গু হয়ে গেছেন। তাদের কেউ কেউ আর স্বাভাবিক জীবন ফিরে পাননি।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া