adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাকিব-মোস্তাফিজের উচ্ছ্বসিত প্রশংসা ম্যাক্সওয়েলের

MAXWELLক্রীড়া প্রতিবেদক : টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সাফল্যের অনেকটাই নির্ভর করে সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের পারফরম্যান্সের ওপর। ব্যাটিং-বোলিং দুটোতেই সমান পারঙ্গম সাকিব। অন্যদিকে বোলিংয়ে বর্তমান বিশ্বসেরাদের একজন মোস্তাফিজ। এই দুজনের শক্তিমত্তা সম্পর্কে অস্ট্রেলিয়ারও সম্যক ধারণা রয়েছে। বুধবার সংবাদ সম্মেলনে এসে গ্লেন ম্যাক্সওয়েলের কথায় সেটিই ফুটে ওঠেছে।

আগামী রোববার মিরপুরে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে। শুক্রবার বাংলাদেশে আসা অস্ট্রেলিয়া দলের হয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে এসে সাকিব ও মোস্তাফিজকে প্রশংসায় ভাসিয়েছেন ম্যাক্সওয়েল।

মোস্তাফিজের প্রশংসা করে ম্যাক্সেওয়েল বলেন, 'মোস্তাফিজ একজন দুর্দান্ত বোলার। আমরা আইপিএলে তার দুর্দান্ত মৌসুমটিতে (২০১৬ সাল) তাকে মোকাবেলা করেছি। সে এখনো অসাধারণ বোলার; যে একইসঙ্গে সুইং করতে পারে এবং (গতিতে) অবিশ্বাস্য পরিবর্তন এনে স্লোয়ার দিতে পারে। সে প্রচলিত ধারার বাঁহাতি পেসারদের মতো নয়।'

এরপর সাকিবের প্রশংসা করে ভিক্টোরিয়ার এই তারকা অলরাউন্ডার বলেন, 'সাকিব একজন অভিজ্ঞ খেলোয়াড়। সে লম্বা সময় ধরে বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডার। সে দুর্দান্ত ক্রিকেটার। টেস্ট সিরিজে বাংলাদেশের প্রভাব হ্রাস করার লক্ষ্যে তাকে অবশ্যই ভালোভাবে মোকাবেলা করতে হবে এবং আমাদের খেলায় নিয়ন্ত্রণ রাখা নিশ্চিত করতে হবে।'

সাকিব এবং নিজের মধ্যে পার্থক্য তুলে ধরে ম্যাক্সওয়েল বলেন, 'আমি সম্ভবত ব্যাটিং অলরাউন্ডার কিন্তু সে অনেকটাই জেনুইন অলরাউন্ডারের মতো। আমি রান করতে চাই এবং দলের প্রয়োজনে অফস্পিনে সাহায্য করতে চাই।'

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া