adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

‘চালবাজ’র শুটিংয়ে শাকিব

sakibবিনােদন ডেস্ক : অবশেষে শুরু হতে যাচ্ছে শাকিব খানের ‘চালবাজ’ সিনেমার শুটিং। গত ২২ জুন যুক্তরাজ্যে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু কলকাতার টেকনিশিয়ানদের সংগঠন সিনে ফেডারেশন ও প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজের দ্বন্দ্বে সে সময় এটি বন্ধ হয়ে যায়।

যুক্তরাজ্যের শুটিং লোকেশনে চার দিন বসে থাকার পর দেশে ফিরে আসে পুরো ইউনিট।
সিনেমাটি নির্মাণ করছেন বাংলাদেশের নির্মাতা অনন্য মামুন ও কলকাতার পরিচালক জয়দীপ মুখার্জি।
অনন্য মামুন জানান, আগামী ৩ সেপ্টেম্বর থেকে ‘চালবাজ’ ছবির শুটিং শুরু হবে। ৬ সেপ্টেম্বর থেকে অংশ নেবেন শাকিব খান।
তিনি বলেন, ‘৪ সেপ্টেম্বর শাকিব খানসহ আমরা যুক্তরাজ্যে যাচ্ছি। ২৪ সেপ্টেম্বর পর্যন্ত শুটিং হবে সেখানে। এরপর বাকি কাজ হবে বাংলাদেশ ও কলকাতায়। শুটিংয়ের সব প্রস্তুতি নেওয়া হয়েছে।’
শুটিং শুরুর বিষয়ে শাকিব খান বলেন, ‘৬ সেপ্টেম্বর থেকে শুটিং শুরুর কথা শুনেছি। তবে শুটিংয়ের মাঝে ১২ সেপ্টেম্বর ওমানে যাব, ১৪ সেপ্টেম্বর সেখানে একটি শোতে অংশ নিয়ে ওই রাতেই যুক্তরাজ্যে ফিরব। আবার ১৫ সেপ্টেম্বর থেকে শুটিং হবে।’
এদিকে কলকাতার টেকনিশিয়ানদের সংগঠন সিনে ফেডারেশন ও প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজের সেই দ্বন্দ্ব এখনও মেটেনি। ফলে দ্বন্দ্বের মধ্যেই ভিন্ন পথে শুরু হচ্ছে সিনেমাটির শুটিং।
কলকাতার প্রযোজক ও এসকে মুভিজের কর্ণধার হিমাংশু ধানুকা বলেছেন, ‘কলকাতার সিনে ফেডারেশন বলেছে তারা এসকে মুভিজের সঙ্গে কাজ করবে না। আমরা আর বসে থাকব না। যৌথ প্রযোজনার নিয়ম মেনেই বাংলাদেশ ও মুম্বাইয়ের টেকনিশিয়ানদের নিয়ে আমরা কাজ শুরু করব।’
তিনি আরও বলেন, ‘যুক্তরাজ্যের স্থানীয় কিছু টেকনিশিয়ানও এই ছবির জন্য কাজ করবেন। বাজেট হয়তো বেড়ে যাবে; তারপরেও সব চূড়ান্ত করা হয়েছে।’
এই সিনেমায় শাকিব খানের নায়িকা কলকাতার  শুভশ্রী। আরও অভিনয় করবেন ঢাকার আমান রেজা, হাসান ইমাম এবং কলকাতার খরাজ মুখার্জি, বিশ্বজিৎ নাথ প্রমুখ।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া