adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফয়সালের হ্যাটট্রিকে শ্রীলঙ্কা চূর্ণবিচূর্ণ

BDক্রীড়া প্রতিবেদক : শ্রীলঙ্কাকে রীতিমত বিধ্বস্ত করে অনূর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়নশিপ শুরু করল বাংলাদেশ। শুক্রবার নেপালের আনফা কমপ্লেক্সে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের কাছে ৪-০ গোলে পরাজিত হয়েছে লঙ্কানরা।

প্রথমার্ধেই ৩ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ম্যাচের ২৮ মিনিটে লাল-সবুজের দেশকে এগিয়ে দেন ফয়সাল আহমেদ। ৩২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফয়সাল। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে নাজমুল বিশ্বাসের গোলে স্কোর লাইন ৩-০ করে বাংলাদেশ।

বিরতি থেকে ফিরে ম্যাচে ৭৪ মিনিটে পেনাল্টি থেকে হ্যাটট্রিক পূরণ করেন ফয়সাল। নির্ধারিত সময়ের মধ্যে আর কোনো গোল না ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এই জয়ে টুর্নামেন্টের সেমিফাইনাল প্রায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের।

২২ আগস্ট ভুটানের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। ২০ আগস্ট গ্রুপের অন্য ম্যাচে মুখোমুখি হবে ভুটান ও শ্রীলঙ্কা। ওই ম্যাচ ড্র হলেই বাংলাদেশের শেষ চারে ওঠা নিশ্চিত হবে। ২০১৫ সালে সিলেটে অনুষ্ঠিত তৃতীয় অনূর্ধ্ব-১৬ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া