adv
১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পিটিয়ে পিঠের চামড়া তুলে নেওয়ার হুমকি, আ’লীগ নেতার বিরুদ্ধে ইউএনওর জিডি

U N Oডেস্ক রিপাের্ট : ফোন না ধরায় পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরফদার মাহমুদুর রহমানের কার্যালয়ে গিয়ে 'পিটিয়ে তার পিঠের চামড়া তুলে নেওয়ার' হুমকি দিয়েছেন স্থানীয় এক আওয়ামী লীগ নেতা। এ সময় তিনি ইউএনওকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলেও অভিযোগ পাওয়া গেছে। পরে উপজেলা প্রশাসনের ডাকে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় বুধবার রাতে পার্বতীপুর থানায় ইউএনও তরফদার মাহমুদুর রহমান একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ইউএনও বলেন, 'পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শফিকুর রায়হান বুধবার বিকেলে আমার অফিসে আসেন। এ সময় আমি অন্যান্য কর্মকর্তা ও চেয়ারম্যানদের নিয়ে দাফতরিক কাজ করছিলাম। শফিকুর রহমান কক্ষে ঢুকেই তার ফোন কেন ধরা হলো না সে বিষয়ে কৈফিয়ত চান এবং এর জন্য আমাকে গালি দেন। একপর্যায়ে তিনি আমাকে পিটিয়ে পিঠের চামড়া তুলে নেওয়ার হুমকি দেন। এ সময় তিনি অফিস ভাঙচুর করতে উদ্যত হলে পুলিশে খবর দেওয়া হয়। বিষয়টি আমি লিখিতভাবে প্রশাসনের উচ্চ পর্যায়ে জানিয়েছি এবং রাতে থানায় জিডি করেছি।'

এ ব্যাপারে শফিকুর রহমান বলেন, 'আমি গত সাত দিন ধরে ইউএনওকে ফোন দিচ্ছি, কিন্তু তিনি ফোন ধরেন না। এ নিয়ে তার সঙ্গে কথা কাটাকাটি ছাড়া আর কিছু হয়নি। গত জুনে ১৮টি প্রকল্পের নামে প্রায় ২ কোটি ৩৮ লাখ টাকার বিশেষ বরাদ্দ আসে পার্বতীপুর উপজেলায়। তবে কোনো কাজ না করেই টাকাগুলো লুটপাট করা হয়েছে। এ নিয়ে মাস দুয়েক আগে ইউএনওর সঙ্গে আমার ফোনে কথা কাটাকাটি হয়েছিল। সে সময় তার পিঠের চামড়া তুলে নেব বলেছিলাম।'

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, 'খবর পেয়ে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।'

দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম জানান, ঘটনাটি তিনি শুনেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া