adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ট্রাম্পের ছোট্ট টুইটেই ৬ বিলিয়ন ডলার হারাল অ্যামাজন!

TRUMPআন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক টুইটে ৫.৭ বিলিয়ন মার্কিন ডলার বাজার দর পড়ল অ্যামাজনের।

বুধবার তিনি ই-কমার্স সাইটটির বিরুদ্ধে টুইটারে লেখেন, কর প্রদানকারী খুচরা বিক্রেতাদের বিরাট ক্ষতি করছে অ্যামাজন।

আর তারপরই পতন শুরু হয় সংস্থাটির শেয়ারের। এর আগেও বহুবার সংস্থার সিইও তথা 'দ্য ওয়াশিংটন পোস্ট'-এর মালিক জেফ বেজোসের সমালোচনা করেছেন ট্রাম্প।
প্রসঙ্গত, আমেরিকায় অসংখ্য খুচরা ব্যবসায়ীকে তাদের দোকান বন্ধ করে দিতে হয়েছে এবং হচ্ছে অ্যামাজনের মতো 'ই-কমার্স জায়েন্টে'র রমরমার কারণে, এমনটা বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে। তার ফলে, একদিকে যেমন 'কর প্রদানকারী খুচরা বিক্রেতারা' মার খাচ্ছে, তেমনই কাজ হারাচ্ছেন অসংখ্য মানুষ।

ই-কমার্স সাইটের প্রভাবে চিরাচরিত খুচরা ব্যবসার সঙ্গে যুক্ত কর্মচারীরা যেমন কাজ হারাচ্ছেন, তেমনই অন্যদিকে অ্যামাজনের মতো বিশ্ব জুড়ে ব্যবসা করা ই-কমার্স সাইট হাজার হাজার ওয়্যারহাউস কর্মীও নিয়োগ করছে দুনিয়ার বিভিন্ন দেশে। কিছুদিন আগেই যেমন সংস্থাটি জানিয়েছে, বর্তমান বছরের মাঝামাঝি সময়ে তাদের মোট ১ লাখ কর্মীকে নিয়োগ করার পরিকল্পনা রয়েছে।
 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া