adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আইনমন্ত্রী বললেন-ষােড়শ সংশােধনী ইস্যুতে রিভিউয়ের জন্য সরকার প্রস্তুতি নিচ্ছে

ANISULনিজস্ব প্রতিবেদক : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, 'সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করতে সরকার প্রস্তুতি নিচ্ছে।'
১৮ আগস্ট শুক্রবার জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে সরকারি শিশু পরিবারের শিশুদের মধ্যে খাদ্য বিতরণ শেষে এ কথা বলেন তিনি।
আইনমন্ত্রী বলেন, 'আমরা রায়ের সঙ্গে একমত পোষণ করি না, কিন্তু রায়কে শ্রদ্ধা করি।'
তিনি আরও বলেন, 'রায়ের মধ্যে অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয়, আপত্তিকর যেসব কথা এসেছে, সেগুলো সম্পর্কে প্রতিক্রিয়া দেখানো স্বাভাবিক। প্রকাশিত রায় এখন পাবলিক ডকুমেন্ট। যে ভাষায় বা যে প্রতিক্রিয়ায় আদালত অবমাননা না হয়, সেভাবেই রায়ের বিষয়ে সমালোচনা করা অথবা প্রতিক্রিয়া দেখানো উচিত।'
গত ১ আগস্ট সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে আপিল বিভাগের ৭৯৯ পৃষ্টার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।
উচ্চ আদালতের বিচারপতিদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের হাতে ন্যস্ত করে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দিয়েছিলেন হাইকোর্ট। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল গত ৩ জুলাই প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগ কিছু পর্যবেক্ষণ দিয়ে খারিজ করে দেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া