adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সেপ্টেম্বরে পাকিস্তান সফরে যাচ্ছে শ্রীলঙ্কা

SRILANKAস্পোর্টস ডেস্ক : ২০০৯ সালে পাকিস্তান সফরে গিয়ে কোনোমতে প্রাণ নিয়ে দেশে ফিরে যায় শ্রীলঙ্কা দল। সেই থেকে দীর্ঘ আট বছর কেটে যাচ্ছে, পাকিস্তান চোখে দেখেনি কোনো আন্তর্জাতিক ম্যাচ। শেষমেশ সেই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট থিলাঙ্গা সুমাথিপালা বললেন, আবারও পাকিস্তান সফরে যাচ্ছেন চান্দিমাল-থারাঙ্গারা।
‘আমি আমার দলকে পাকিস্তানে পাঠাতে মুখিয়ে আছি। আগামী সেপ্টেম্বরে পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলব আমরা। সেটার অন্তত একটা হলেও লাহোরে ফেলতে চাই।’ মন্তব্য সুমাথিপালার।
এশিয়ার দেশগুলোর মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে পাকিস্তান সফরে যাওয়া উচিত মনে করছেন লঙ্কান বোর্ড প্রধান। ‘ঝুঁকি সবখানেই আছে। চ্যাম্পিয়নস ট্রফির আগে লন্ডনেও হামলা হয়েছে। কিন্তু খেলা বন্ধ থাকেনি। এমন অবস্থা আমাদেরও ছিল। যুদ্ধের কারণে আমাদের দেশে নিরাপত্তার অজুহাত দিয়ে কেউ সফরে আসতে চায়নি। তখন ভারত, পাকিস্তান দুই দেশই আমাদের পাশে দাঁড়িয়েছে। এখনই পাকিস্তানের পাশে দাঁড়ানো উচিত।
যদিও অনেক টানাটানির পর জিম্বাবুয়েকে পাকিস্তানে নেয়া হয়। বাংলাদেশ দলকে বারবার সেখানে নেওয়ার চেষ্টা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড দল পাঠায়নি। এনিয়ে বিসিবির উপর ‘নাখোশ’ পিসিবি। এছাড়া গত বছরের জুনে আফগানিস্তান আসার কথা থাকলেও কাবুলের বোমা হামলার কারণে সেটা বাতিল হয়। ইন্টারনেট

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া