adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

কাশ্মীরে হিজবুল নেতাসহ ৩ জনকে হত্যা

KASHMIRআন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীরে ভারতীয় নিরাপত্তা বাহিনী হিজবুল মুজাহিদীনের অন্যতম নেতা ইয়াসিন ইতোসহ ৩ জনকে হত্যা করেছে। জম্মু ও কাশ্মীরের সোপিয়ান জেলায় শনিবার তাদের হত্যা করা হয়। ভারতীয় বাহিনীর দাবি, বন্দুকযুদ্ধে তারা নিহত হয়েছেন। খবর এনডিটিভির।

প্রায় ২০ ঘণ্টা ধরে চলা দু’পক্ষের বন্দুকযুদ্ধে নিরাপত্তা বাহিনীর ২ সদস্যও নিহত হয়েছেন। এছাড়া এক কর্মকর্তাসহ নিরাপত্তা বাহিনীর ৩ সদস্য আহত হয়েছেন।
এনডিটিভি জানায়, হিজবুল মুজাহিদীনের সদস্যরা লুকিয়ে আছে এমন খবর পেয়ে শনিবার রাতে অভিযান চালায় ভারতীয় নিরাপত্তা বাহিনী। যৌথ অভিযানে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা অংশ নেয়।
শ্রীনগর থেকে ১শ’ কিলোমিটার দূরে আওনিরা গ্রামে অভিযান চালালে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি চালায় বিচ্ছিন্নতাকামীরা।
দীর্ঘ সময় ধরে চলা বন্দুকযুদ্ধে বিচ্ছিন্নতাবাদীদের বেশ ক’জন সদস্য পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানায় নিরাপত্তা বাহিনী।
তবে ঘটনাস্থলে পুলিশের গুলিতে নিহত ইয়াসিনসহ ৩ জনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
পুলিশ জানায়, নিহত ইয়াসিন অরফে ‘গজনবী’ হিজবুল মুজাহিদীনের অপারেশনাল কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এছাড়া অপর দুই সদস্যের পরিচয়ও নিশ্চিত করেছে সেনাবাহিনী। এদের একজন সোপিয়ানের ইরফান উল হক শেখ এবং অপরজন কুলগ্রামের উমর মজিদ শেখ।
নিহত ইরফান দলের হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার কার্যক্রম চালাত। আর উমর মজিদ ইয়াসিন ইতোর দেহরক্ষীর দায়িত্ব পালন করত।
কাশ্মীরের মধ্যাঞ্চলীয় বুদগ্রাম জেলার ইয়াসিন ইতো ১৯৯৬ সালে হিজবুল মুজাহিদীনে যোগ দেন।
গত বছর সংগঠনের কমান্ডার বুরহান ওয়ানিকে হত্যার পর দলে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন।
নিরাপত্তা বাহিনীর ওপর আক্রমণ জোরদারে তার বড় ধরনের ভূমিকা ছিল বলে ভারতীয় সংবাদমাধ্যম বলা হয়েছে।
এছাড়া কাশ্মীরের যুবকদের দলে যোগদানের ব্যাপারেও কাজ করতেন নিহত ইয়াসিন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া