adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টিসি পাননি, পিএসজিতে খেলতে পারছেন না নেইমার!

NAIMAR-111স্পোর্টস ডেস্ক: টিসি-ছাত্রজীবনের এক আতঙ্কের শব্দ। এই টিসির চক্করে পড়েছেন নেইমারও। টিসি পাননি বলে বার্সেলোনার নামগন্ধ পুরো মুছে ফেলতে পারছেন না। হয়ে যেতে পারছেন না পিএসজির। এ কারণে গত ম্যাচটি খেলতে পারেননি। হয়তো খেলা হবে না পরের ম্যাচেও।
প্যারিসে এসেছেন ১০ দিন পেরোতে চলল। এখনো পর্যন্ত পিএসজির জার্সিতে দেখা হয়নি নেইমার-জাদু। ফরাসি লিগে রোববার নিজেদের দ্বিতীয় ম্যাচও নেইমারকে ছাড়াই খেলতে হতে পারে প্যারিসের দলটিকে। ২২২ মিলিয়ন ইউরোর ঝলক মাঠে দেখতে তাই অপেক্ষা বাড়ছে পিএসজির।
ঝামেলাটা আন্তর্জাতিক দলবদলের সনদপত্র (আইটিসি) নিয়ে। ফরাসি লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, তারা স্প্যানিশ ফেডারেশন থেকে আইটিসি পায়নি। রোববারের খেলায় নেইমারকে রাখতে আইটিসি পৌঁছানোর সময়সীমা ছিল বৃহস্পতিবার রাত পর্যন্ত। সেটিও পেরিয়ে গেছে। ফ্রেঞ্চ সংবাদপত্র লেকিপ জানিয়েছে, এ বিষয়ে ফিফার দ্বারস্থ হওয়ার কোনো ইচ্ছা আপাতত পিএসজির নেই। রোববারও নেইমারের অভিষেক তাই হচ্ছে না।
ফরাসি লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বুঝতে পারছে না কেন স্পেনের ফুটবল কর্তৃপক্ষ বাই আউট ফি গ্রহণ করছে না। তবে বার্সা এর মধ্যে অন্য কোনো কিছু না খোঁজার পরামর্শ দিয়েছে। তাদের ব্যাখ্যা, সমস্যাটা ব্যাংকের। তারা ২২২ মিলিয়ন ইউরো ক্লাবের অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারছে না। গত ম্যাচের আগে পিএসজির কোচ উনাই এমেরিও জানিয়েছিলেন, বদলি-প্রক্রিয়া সম্পন্ন করতে বার্সা সব রকম সহযোগিতাই করছে। প্রথমআলো

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া