adv
১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে সমালোচনাকে স্বাগত জানালেন প্রধান বিচারপতি

JUSTICডেস্ক রিপাের্ট : সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলে আপিলের রায় নিয়ে সব গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। সংবিধানের ষোড়শ সংশোধনী নিয়ে বৃহস্পতিবার দেশের বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশিত সমালোচনামূলক বক্তব্য আদালতে তুলে ধরলে প্রধান বিচারপতি এ মন্তব্য করেন। 
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি (বিএনপিপন্থী আইনজীবী) জয়নুল আবেদীন এসব প্রতিবেদন সম্পর্কে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন। কিন্তু প্রকাশিত ওইসব প্রতিবেদনকে স্বাগত জানান প্রধান বিচারপতি।

তিনি বলেন, ‘গঠনমূলক সমালোচনার বাইরে গিয়ে যদি কেউ সমালোচনা করেন তাহলে বিচার বিভাগ ক্ষতিগ্রস্ত হবে। সরকার বা বিরোধী দল কারো ট্যাবে পড়বে না। তাই গঠনমূলক সমালোচনা গ্রহণযোগ্য।’
এর আগে ৯ আগস্ট বুধবার জাতীয় ল’ কমিশনের চেয়ারম্যান সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকসহ সরকারের বিভিন্ন মন্ত্রী সংবিধানের ষোড়শ সংশোধনীর রায় ও রায়ের বিভিন্ন অংশ নিয়ে সমালোচনা করেন। সে সব প্রতিবেদন জাতীয় দৈনিকে প্রকাশ পেলে তা আদালতের সামনে উপস্থাপন করা হয়।
সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ বলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেওয়া ৭৯৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় ১ আগস্ট প্রকাশিত হয়। গত ৩ জুলাই ষোড়শ সংশোধনীর বিষয়ে হাইকোর্টের রায় বহাল রেখে সর্বসম্মতিক্রমে চূড়ান্ত রায়টি দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলও খারিজ করে দেন সর্বোচ্চ আদালত।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া