adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘বার্সেলোনার নায়ক তো একজনই, মেসি’

NAIMAR-1111স্পোর্টস ডেস্ক : কেন বার্সিলোনা ছেড়েছেন নেইমার? ব্রাজিলিয়ান তারকা নিজে কারণ জানিয়েছেন। তারপরও জল্পনা আছে। যুক্তি আছে। নিজের মতো। এবার এই বিষয় নিয়ে মুখ খুললেন নেইমারের বাবা। নেইমার বলেছিলেন, বাবার কথার অবাধ্য হয়েই তিনি গিয়েছেন পিএসজিতে। কিন্তু বাবা হিসেবে তিনি কী বুঝেছেন, এই দলবদল নিয়ে? নেইমার স্যান্টোস সিনিয়ার জানিয়েছেন, ‘আমার ছেলেকে বার্সা ছাড়তেই হত। কারণ, বার্সায় তো একজনই নায়ক, একজনই প্রধান। লিওনেল মেসি। মেসি মহাতারকা। আর ও আজীবন মহাতারকাই থাকবে। আমার ছেলেও খুব ভালবাসে মেসিকে। ওকে আদর্শ মানে। কিন্তু ছেলেকে নিজের রাস্তা, নিজের লক্ষ্যটা বুঝতেই হত। চ্যালেঞ্জ নিতেই হত। যতদিন বার্সায় ছিল, মেসির প্রতি পূর্ণ শ্রদ্ধা দেখিয়েছে। কিন্তু এবার সময় হয়েছে, আমার ছেলের নিজের রাস্তাটা বুঝে নেওয়ার। অন্য ক্লাবে গিয়ে, আলোচনা আর জনপ্রিয়তার কেন্দ্র হয়ে ওঠার। জানি, ছেলে বড়সড় ঝুঁকি নিয়েছে। পিএসজি-তে খেলে ও কি ব্যালন ডি’ওর জিততে পারবে?? না। বার্সায় থাকলে, সে সুযোগটা বরং অনেক বেশি ছিল। তাও আমার ছেলে বার্সা ছেড়েছে। নিজের পরিচয় বানাতে।’ নেইমার সিনিয়ারের কথাতেই পরিষ্কার যে, মেসির ছায়া থেকে বেরিয়ে নিজের আলাদা পরিচয় তৈরি করতেই পিএসজিতে গিয়েছেন ব্রাজিলীয় ফুটবলার। টাকার জন্য নয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া