adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাকিবের ভাইরাল ছবি নিয়ে শিশিরের জবাব- ফারুকীর সান্ত¡না

SAKIBস্পোর্টস ডেস্ক : বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসান ও তার পরিবারকে নিয়ে সম্প্রতি একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়ে উঠেছে। ছবিতে দেখা গেছে সাকিব ও তার পরিবার একটি বিয়ের অনুষ্ঠানে স্ত্রী-কন্যাসহ খেতে বসেছেন, কিন্তু তাদের পরিচারিকা শিশু পেছনে দাঁড়িয়ে আছে।
এ ছবি নিয়ে আলোচনা-সমালোচনা যখন তুঙ্গে তখন আরেকটি ছবি অনলাইনে ভাইরাল হয়। এতে দেখা যায় ওই পরিচারিকা কিশোরী শিশিরের পাশে বসেই খাবার গ্রহণ করছে।
এ ছবি প্রকাশের পর সাকিব ভক্তরা তার সমালোচকদের এক প্রকার ধুয়ে দেন।
পরে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশিরও কথা বলেন । এক ফেসবুক পোস্টে শিশির লিখেছেন, এটা উদ্ভটের পর্যায়ে চলে যাচ্ছে। “ভালো” শব্দটা সাকিব আল হাসানের সঙ্গে যায় না! কেন? কেবল “মিষ্টি মিষ্টি” কথা বলতে পারে না বলেই কি সাকিবকে “খারাপ মানুষ”র তকমা দিয়ে দিতে হবে?’
শিশির এ ধরনের প্রচারণার ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন, ‘যদি এ ধরনের উদ্ভট সংবাদ সাকিবের বিরুদ্ধে ছড়ানো হয়, সবারই উচিত একটু সতর্কতার সঙ্গে সবকিছু বিচার করা। আপনারা সবাই দেখতেই পাচ্ছেন যে প্রচারণাটা ছড়িয়েছে, তা যে ঠিক নয়, নিচের ছবিগুলোই এর প্রমাণ।’

SAKIB-1শিশির আহ্বান জানিয়েছেন, ‘যে খেলোয়াড় সারা দুনিয়াতে আপনার দেশকে প্রতিনিধিত্ব করে, তার বিরুদ্ধে দয়া করে এমন কিছু প্রচার করবেন না। যে খেলোয়াড় এই দেশের গর্ব বলেই পরিচিত। অন্য দেশের ক্রিকেটপ্রেমীরা যখন বলে, “তোমার নিজের দেশের মানুষই তোমাকে প্রাপ্য সম্মানটা দেয় না”, তখন সেটি কিন্তু খুবই লজ্জার বিষয়।’
এদিকে শিশিরের দেয়া পোস্টে সাকিবকে সমর্থন করে এবং এসব অপপ্রচারে কান না দেয়ার পরামর্শ করে কমেন্ট করেছেন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি লিখেছেন, 'শিশির আপনি তো জানেন, আজকাল বিপ্লবী হয়ে ওঠা খুব সহজ। এর জন্য ফেসবুককে ধন্যবাদ। আর বলি, এসব অপপ্রচারে কান পাতবেন না।'

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া