adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে ৫ খুন মামলায় আসামি মাহফুজের ফাঁসির আদেশ

KHUNডেস্ক রিপাের্ট : নারায়ণগঞ্জের আলোচিত মা ও দুই শিশুসহ পাঁচ খুন মামলায় বাদীর ভাগ্নে মাহফুজকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

৭ আগস্ট সোমবার সকালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ বেগম হোসনে আরা আকতারের আদালত এ রায় ঘোষণা করেন।

একই সঙ্গে আসামিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেন আদালত।

এর আগে গত ৩০ জুলাই যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন আদালত।

আদালতের পিপি এসএম ওয়াজেদ আলী খোকন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৫ জনকে খুন করায় আসামি মাহফুজকে প্রত্যেক হত্যার দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

এ মামলায় আদালত মোট ২৩ জন সাক্ষী সাক্ষ্য দেন। সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আলোচিত এ মামলার রায় ঘোষণা করলেন আদালত।

উল্লেখ্য, ২০১৬ সালের ১৬ জানুয়ারি রাতে শহরের বাবুরাইল এলাকা থেকে তাসলিমা (৩৫), তার ছেলে শান্ত (১০), মেয়ে সুমাইয়া (৫), তাসলিমার ছোট ভাই মোরশেদুল (২২) ও জা লামিয়ার (২৫) লাশ উদ্ধার করে পুলিশ।

ঘটনার পরদিন ১৭ জানুয়ারি সকালে নিহত তাসলিমার স্বামী শফিকুল ইসলাম বাদী হয়ে তার ভাগ্নে মাহফুজ, ঢাকার কলাবাগানের নাজমা ও শাহজাহানের নাম উল্লেখ করে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা করেন।

ওইদিন রাতেই মামলাটি জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরদিন গ্রেফতার করা হয় মাহফুজ ও নাজমাকে।

পরে ২১ জানুয়ারি আদালতে মাহফুজ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া