adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ভারতের হাতে আসছে শক্তিশালী সাবমেরিন

submarineআন্তর্জাতিক ডেস্ক : ১১ বছর পর ভারতীয় নৌবাহিনীতে কোনও সাবমেরিনকে যুক্ত করা হচ্ছে বলে জানা গিয়েছে৷ চিনের সঙ্গে সংঘর্ষের আশঙ্কা করে ভারতের শক্তি বৃদ্ধিতে এই সাবমেরিন যে গুরুত্বপূ্র্ণ ভূমিকা পালন করবে তা বলাই বাহুল্য৷ সমুদ্রের মধ্যেও যে বিপক্ষের মোকাবিলার পথ আরও মসৃণ হতে চলেছে ভারতের৷

প্রসঙ্গত, ভারতের কাছে আগে থেকেই ১৩টি সাবমেরিন ছিল, যা কমে বর্তমানে ৭টি রয়েছে৷ যার মধ্যে বেশ কিছু ২০বছরেরও বেশি পুরনো৷ ভারত এবার তার সাবমেরিনের সংখ্যা বাড়ানাের কাজ করছে৷ আপাপত ৬টির মধ্যে ১টি সাবমেরিন ভারতের হাতে আসতে চলেছে৷ অন্যদিকে চিনের কাছে রয়েছে ৬০টি সাবমেরিন৷ যার মধ্যে বেশিরভাগ সাবমেরিন চিন ভারত মহাসাগরেই মোতায়েন করে রেখেছে, পাশাপাশি পরমাণু অস্ত্র সম্বলিত একটি সাবমেরিনকে করাচিতে পাঠানো হয়েছে৷

চিনের কাছে পাঁচটি এমন সামমেরিন রয়েছে যাতে পরমাণু অস্ত্রও মজুত রয়েছে৷ এছাড়া ৫৪ ডিজেলে চলতে পারে এমন সাবমেরিনও রয়েছে৷ পেন্টাগনের রিপোর্ট অনুযায়ী, ২০২০সাল পর্যন্ত চিনের হাতে ৭৮টি সাবমেরিন থাকবে৷

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া