adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আফ্রিদিকে ব্যাট উপহার দিলেন বিরাট কোহলি

AFRIDIস্পোর্টস ডেস্ক : মাঠের ভেতর রেষারেষি যতই থাক না কেন, বাইরে ভারত ও পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে আন্তরিকতার অভাব নেই। বিষয়টি আবার প্রমাণ করলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির নিজস্ব সংগঠন ‘আফ্রিদি ফাউন্ডেশনে’ নিজের স্বাক্ষর করা একটি ব্যাট দান করেছেন ভারতীয় ড্যাশিং ব্যাটসম্যান। ক্রিকেট থেকে অবসর নেওয়ার আগেই আফ্রিদি ফাউন্ডেশন নামে একটি দাতব্য সংস্থা গড়ে তোলেন পাকিস্তান সুপারস্টার শহীদ আফ্রিদি। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখাই এই সংগঠনের প্রধান কাজ। এ ছাড়া চিকিৎসাসেবা প্রদানসহ আরো কিছু সমাজ-সচেতনতামূলক কাজ করে থাকে সংগঠনটি। সম্প্রতি দেশটির BATকোহাতে একটি মাঠ তৈরি করেছে আফ্রিদি ফাউন্ডেশন। আফ্রিদির এই সংগঠনে সম্প্রতি একটি ব্যাট দান করেছেন কোহলি। এরপর টুইটারে কোহলিকে ধন্যবাদ জানান আফ্রিদি। তিনি বলেন, ‘শহীদ আফ্রিদি ফাউন্ডেশনের জন্য এমন ভালোবাসার জন্য তোমাকে ধন্যবাদ বিরাট কোহলি।’ উত্তরে আফ্রিদিকে অভিনন্দন জানিয়েছে ভারত অধিনায়ক বলেন, ‘আপনাকে অভিনন্দন শহীদ ভাই। আগামী দিনের জন্য আপনি ও আপনার প্রতিষ্ঠানকে আগাম অভিবাদন জানাচ্ছি।’ এর আগে গত এপ্রিলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সময় আফ্রিদিকে ভারতীয় ক্রিকেট দলের ক্রিকেটারদের স্বাক্ষরসংবলিত একটি জার্সি পাঠিয়েছিলেন কোহলি। এক নিলাম অনুষ্ঠানে জার্সিটি তিন লাখ রুপিতে বিক্রি হয়। ইন্টারনেট

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া