adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

টালিউডে ঢাকাই ছবির শিল্পীরা, ভাল না মন্দ?

TALIবিনোদন ডেস্ক : চলচ্চিত্রের তীর্থস্থান হলিউডে শুধু মার্কিন শিল্পীরাই কাজ করেন না। সেখানে প্রায় প্রতিটি ছবিতেই দেখা যায় নানান জাতি, বর্ণের শিল্পীদের। কারণ সেখানে কেবল কদর আছে অভিনয় গুণের। ইসরাইল, ইরান, নাইজেরিয়া, তুরস্ক, ভারত, দক্ষিণ কোরিয়া, চায়না, রাশিয়া মোট কথা মার্কিনিদের শত্রু মিত্র সকল দেশের শিল্পীরা তাদের ওখানে কাজ করে।

কেউ কেউ সেখানে প্রতিষ্ঠিত পর্যন্ত হয়ে যাচ্ছেন। এটা কখনই নেতিবাচক সংকেত নয় বরং শিল্পের গ্রহণযোগ্যতা মানচিত্র সীমানার বাহিরেও রয়েছে সেটাই প্রমাণ করে। আমাদের বাংলাদেশের শিল্পীরা এত দূর যেতে না পারলেও প্রতিবেশী দেশ ভারতে নিজেদের প্রমাণ করতে পেরেছে।

আর এটা ঘটেছে বহু আগেই। ১৯৭৩ সালে কলকাতায় সত্যজিৎ রায় নির্মিত ‘অশনি সংকেত’ ছবিতে অভিনয় করেন ববিতা। এরপর ১৯৭৬ সালে টালিগঞ্জে নির্মিত রাজেন তরফদার পরিচালিত ‘পালংক’ ছবিতে অভিনয় করেন আনোয়ার হোসেন।

সেই ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে যারা কলকাতার ছবিতে অভিনয় করেছেন বা করতে যাচ্ছেন তাদের মধ্যে রয়েছেন- শাকিব খান, জয়া আহসান, দিলরুবা ইয়াসমিন রুহি, নিপুণ, মিশা সওদাগর, জলি, নুসরাত ফারিয়া, সোহানা সাবা, আহমেদ রুবেল, মাহিয়া মাহি, ববি, পরীমণি, আমান, রোশন, শম্পাসহ অনেকে।

বর্তমানে টালিগঞ্জের ছবিতে ঢাকাই ছবির তারকাদের অভিনয় নিয়ে চলচ্চিত্রকারা বলছেন অন্য কথা। অনেক জ্যেষ্ঠ চলচ্চিত্র সংশ্লিষ্টরা এই বিষয়টি ইতিবাচক ভাবে দেখছেন না। তাদের মতে অর্থ ও খ্যাতির লোভে তারা সংস্কৃতির ঊর্ধে গিয়ে কাজ করছেন। কিন্তু এই বক্তব্যের বিরোধিতা করে আবার অনেকেই কথা বলেছেন। 

প্রখ্যাত চলচ্চিত্রকার ছটকু আহমেদের কথায়, আমাদের দেশে চলচ্চিত্র নির্মাণের সংখ্যা ক্রমেই কমছে। সরকারের আন্তরিকতা সত্ত্বেও নানা অজানা কারণে আমাদের চলচ্চিত্র শিল্পে চলছে দৈন্যদশা। আসলে যার যেটি পেশা তাকে তা করতেই হবে। বর্তমানে আমাদের শিল্পের অবস্থা মন্দ হওয়ায় এ দেশের শিল্পীরা বাইরের দেশের ছবিতে কাজের সন্ধান করছেন। এটিকে মন্দ বলা যাবে না।

চলচ্চিত্রকার আজিজুর রহমান বলেন, দেশীয় চলচ্চিত্রের দৈন্যদশায় স্থানীয় নির্মাতা, শিল্পী,কলাকুশলীদের মধ্যে বেকারত্বের হার বাড়ছে। অনেকে মানবেতর জীবনযাপন করছে। তাই বাধ্য হয়ে অনেকে পার্শ্ববর্তী দেশের ছবিতে অভিনয় করছে। অস্তিত্ব টিকিয়ে রাখাই এখন মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। 

চলচ্চিত্রকার কাজী হায়াৎ বলেন, বর্তমানে অন্য দেশে আমাদের দেশের শিল্পীদের অভিনয় করা নিয়ে কারণ খোঁজার প্রয়োজন নেই। আমরা আমাদের শিল্পীদের কাজ দিতে পারছি না। তাই তারা জীবিকার তাগিদে যেখানে কাজ পাবে সেখানে যাবে এটিই স্বাভাবিক। তাছাড়া শিল্পীরা হচ্ছে স্বাধীন, তাদের নির্দিষ্ট কোনো সীমানায় সীমিত করা যাবে না। এক দেশের শিল্পী অন্য দেশে কাজ করবে এবং তাতে দেশ, শিল্পী এবং শিল্পের পরিচিতি বাড়বে। এটিকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করা দরকার। 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া