adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউরোপিয়ান ওপেনে বাংলাদেশের সিদ্দিকুর তৃতীয়

Siddiqur নিজস্ব প্রতিবেদক : পোরশে ইউরোপিয়ান ওপেনে শুরুটা ভালো না হলেও শেষ দিকে দারুণভাবে ঘুরে দাঁড়ালেন বাংলাদেশি গলফার সিদ্দিকুর রহমান। আর এতেই এবারের আসরে সুইডেনের জন এডফোর্সের সঙ্গে যৌথভাবে তৃতীয় হয়েছেন দেশের সেরা এই গলফার।
জার্মানির হামবুর্গের গ্রিন ইগল গলফ কোর্সে চতুর্থ ও শেষ রাউন্ডে চারটি বার্ডিতে পারের চেয়ে চার শট কম খেলেন সিদ্দিকুর। ২০ লাখ ইউরো প্রাইজমানির এ আসরে সব মিলিয়ে ১১ শট কম খেলেন এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা এই গলফার।
অন্যদিকে গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্সের আলেক্সঁদ লেভিকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয়েছেন ইংল্যান্ডের জর্ডান স্মিথ। ২৪ বছর বয়সী স্মিথের এটাই প্রথম ইউরোপিয়ান ট্যুর শিরোপা। দুইজনই পারের চেয়ে ১৩ শট কম খেলেছিলেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া