adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চিফ অব স্টাফকে সরিয়ে দিলেন ট্রাম্প

TRUMPআন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট করে তার চিফ অব স্টাফকে বদলানোর ঘোষণা দিয়েছেন। ফলে ক্ষমতা গ্রহণের ছয় মাসের মাথায় অপসারিত হলেন ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তা রেইন্স প্রাইবাস। খবর বিবিসির।
নতুন কমিউনিকেশন ডিরেক্টর অ্যান্থনি স্কারামুচির নিয়োগের পর থেকেই চাপে ছিলেন রেইন্স প্রাইবাস।
প্রাইবাসের বিরুদ্ধে অভিযোগ, তিনি গণমাধ্যমের কাছে গোপন তথ্য ফাঁস করছেন।
এ রকম অভিযোগ নিয়ে একটি টুইটও করেছেন স্কারামুচি। তবে কিছুক্ষণ পরই সেটি মুছে ফেলেন তিনি।
আর এ রকম প্রেক্ষাপটেই সামাজিক যোগাযোগের মাধ্যমে এলো এই পরিবর্তনের ঘোষণা।
নতুন চিফ অব স্টাফ হলেন হোমল্যান্ড সিকিউরিটির ডিরেক্টর জেনারেল জন কেলি। তার নামটিও টুইটের মাধ্যমে প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

শুক্রবার বিকেলে ধারাবাহিকভাবে কয়েকটি টুইটের মাধ্যমে এই পরিবর্তনের কথা জানান প্রেসিডেন্ট ট্রাম্প।
অবশ্য মার্কিন গণমাধ্যমগুলোতে খবর দেয়া হচ্ছে, বৃহস্পতিবার প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র পেশ করেন প্রাইবাস।
নতুন চিফ অব স্টাফ জন কেলি মেরিন কর্প থেকে অবসরপ্রাপ্ত একজন চার তারকা জেনারেল। বর্তমানে তিনি হোমল্যান্ড সিকিউরিটির দায়িত্বে আছেন।
প্রেসিডেন্ট ট্রাম্পের বর্ণনায় জন কেলি একজন ‘গ্রেট আমেরিকান’ এবং ‘সত্যিকারের তারকা’।
হোয়াইট হাউজের একজন মুখপাত্র জানান, আগামী সোমবার থেকে নতুন দায়িত্ব গ্রহণ করবেন জেনারেল জন কেলি।
ওয়াশিংটন থেকে বিবিসির একজন সংবাদদাতা জানাচ্ছেন, রিপাবলিকান পার্টি ও ট্রাম্প প্রশাসনের মধ্যে সর্বশেষ যোগসূত্র ছিলেন রেইন্স প্রাইবাস। এই অপসারণের পর এখন ট্রাম্প প্রশাসনে ট্রাম্পের অনুগতরা ছাড়া আর কেউ রইল না।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া