একটি মানবিক আবেদন

অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, সময়ের সম্ভাবনাময় মেধাবী ছাত্র তরুণ উদীয়মান কবি ও সাহিত্যিক সেলিম আল-দ্বীন দীর্ঘদিন যাবত হার্টের বহুমুখী সমস্যায় ভুগছেন। তার হার্টের মেসোকার্ডিয়া পোর, এটাক ও এ পি উইন্ডোজ প্রবলেম। যা একটা ব্যয়বহুল অথচ অতি জরুরী সার্জারির প্রয়োজন এবং এই অপারেশনটা ইন্ডিয়ার ভেলরে করতে হবে । সর্বসাকুল্যে ব্যয় হতে পারে আনুমানিক ৫ থেকে ৬ লাখ টাকা; কিন্তু সেলিমের হত-দরিদ্র পিতার পক্ষে চিকিৎসার ব্যয়ভার বহন করার সামর্থ্য নেই ৷বর্তমানে তাঁর শারীরিক অবস্থা খুবই আশঙ্কাজনক।সবাই দোয়া করবেন ওর সুস্থতার জন্য আর যারা পারবেন তারা আর্থিক সাহায্যের হাতটি প্রসারিত করবেন ইনশাআল্লাহ! আপনাদের একটু সহানুভূতি দিতে পারে এই প্রতিভা সমৃদ্ধ ছেলেটির নতুন জীবন ৷
আর্থিক সাহায্য/অনুদান পাঠানোর জন্য :
সালিম আল-দ্বীনের বিকাশ নং ও যোগাযোগ-০১৭২১৫০৮৩১১ এবং ০১৭৮৩৯৫৩৩৬৫
সঞ্চয়ী হিসাব নং-MSA – 20502750200969007 Islami Bank.
চৌগাছা ব্রাঞ্চ, যশোর, বাংলাদেশ।
বিশেষ দ্রষ্টব্য : ‘জয়পরাজয়’ কর্তৃপক্ষ আবেদনকারীর সাথে যোগাযোগ কিংবা কোনো রকম আর্থিক লেনদেনের দায়িত্ব নেবে না। দাতা নিজেই আবেদনকারী প্রদত্ত তথ্যের সত্যতা যাচাই করে আর্থিক লেনদেনসহ সব রকমের সাহায্যে এগিয়ে আসবেন। – সম্পাদক