adv
৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

অবসরের গুঞ্জন নিয়ে চটেছেন মোহাম্মদ আমির

AMIRস্পোর্টস ডেস্ক : কয়েক মাস ধরেই ক্রিকেট মহলে গুঞ্জন চলছে টেস্ট ক্রিকেট থেকে পাকিস্তানের ফাস্ট বোলার মোহাম্মদ আমিরের অবসর নিয়ে। সেই সাথে প্রশ্নও উঠেছে, এত অল্প বয়সেই কেন? তবে এবার সেই গুঞ্জন নিয়েই মুখ খুললেন আমির। জানিয়ে দিলেন, অবসরের ব্যাপারে কিছু চিন্তাই করছেন না তিনি।
অনেকটা আক্ষেপের সুরেই আমির জানালেন, অবসর নিয়ে কোনো মন্তব্যই করেননি তিনি। তার মন্তব্যের ভুল ব্যাখ্যা করেছে কিছু সংবাদমাধ্যম। বললেন, ‘আমি জানি না, এমন হাস্যকার কাহিনী বানানোর মধ্যে মানুষের কী উদ্দেশ্য আছে। আমি একজন সুস্থ-সবল ও পুরোপুরি ফিট মানুষ। ক্রিকেটের কোনো ফরমেট ছাড়ার ইচ্ছা আমার নেই। কেউ হয়তো ভুল খবর দিয়েছে। ’
টেস্ট ক্রিকেটের জন্য নিজেকে সম্পূর্ণ সুস্থ ও যোগ্য দাবি করে আমির আরো বলেন, ‘আমি কোথাও বলেছিলাম, একজন ক্রিকেটারের মাঠে ভাল নৈপুণ্য দেখানোর জন্য শরীরের যতœ নিতে হয়। নিজের ফিটনেস ধরে রাখার জন্য পরিশ্রম করতে হয়। আমার এই কথা হয়তো কেউ অন্যভাবে ব্যাখ্যা করেছে। কেন করেছেন তাই বুঝতে পারছি না। এটাকেই ছড়িয়ে দিয়েছে যে, আমি টেস্ট থেকে অবসর নিতে যাচ্ছি। -ক্রিকইনফো
প্রসঙ্গত, এ পর্যন্ত ১৪ টেস্টে ৪৩ উইকেট নিয়েছেন ২৫ বছর বয়সী বাঁ-হাতি এই বোলার।
সূত্র: স্কাই স্পোর্টস

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া