adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাঁতারে সর্বাধিক স্বর্ণপদক জয়ে লেডিকির রেকর্ড

LADIKIস্পোর্টস ডেস্ক : নারীদের ফ্রিস্টাইলে ১২তম সোনা জিতে নতুন ইতিহাস সৃষ্টি করলেন যুক্তরাষ্ট্রের সাঁতারু কেটি লেডিকি। প্রথম নারী সাঁতারু হিসেবে সর্বাধিক সোনা জয়ের রেকর্ড এখন শুধু তারই।
বুদাপেস্টে চলতি বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে বুধবারের রাতটাও ছিল আসলে কেটি লেডিকির। এদিন চ্যাম্পিয়নশিপে নারীদের মধ্যে সবচেয়ে বেশি ১১ সোনা জেতা মিশি ফ্রাঙ্কলিনের রেকর্ড ছোঁয়ার পর বৃহস্পতিবার ১২তম সোনা জিতেছেন এই মার্কিনী।
২০ বছর বয়সী লেডিকি ১৫০০মিটার ফ্রিস্টাইলের ফাইনাল জিতেছেন মাত্র ১৯ দশমিক ০৭ সেকেন্ডে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্পেনের মিরিয়া বেলমোন্তে।
গত মঙ্গলবারও লেডিকি জিতেছেন দুটি সোনা। একটি ৪০০ মিটার ফ্রিস্টাইল, আরেকটি ৪*১০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে। ৪০০ মিটার ফ্রিস্টাইলের সোনা জিতেছেন আবার টানা তৃতীয়বার। একই কীর্তি গড়ার অপেক্ষায় ছিলেন ১৫০০ মিটার ফ্রিস্টাইলেও। বুধবার ১৫ মিনিট ৪৭.৫৪ সেকেন্ডে এগিয়ে থেকে ১৫০০ মিটারের ফাইনাল নিশ্চিত করেন লেডিকি। হিটে দ্বিতীয় হওয়া প্রতিযোগী তার চেয়ে পিছিয়ে ছিলেন ১৮ সেকেন্ডে! ইন্টারনেট

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া