adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইসলামী ব্যাংকের প্রবেশনারি অফিসারদের প্রশিক্ষণ কোর্স শেষ

I B Lনিজস্ব প্রতিবেদক : ইসলামী ব্যাংক ট্রেইনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ) আয়োজিত ব্যাংকের প্রবেশনারি অফিসারদের নিয়ে মাসব্যাপী ফাউন্ডেশন ট্রেইনিং কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ইসলামী ব্যাংক টাওয়ারের মো. ইউনুস অডিটোরিয়ামে এই অনুষ্ঠান শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মো. আব্দুল হামিদ মিঞা। ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও আইবিটিআরএ’র ডাইরেক্টর জেনারেল ড. মাহমুদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও মানবসম্পদ উইংপ্রধান জাফর আলম এবং আইবিটিআরএ’র প্রশিক্ষণ ও প্রশাসন ডাইরেক্টর  কেএম মুনিরুল আলম আল-মামুন।

প্রধান অতিথির বক্তব্যে মো. আব্দুল হামিদ মিঞা বলেন, ইসলামী ব্যাংক দেশের সবচেয়ে বেশি পরিপালনকারী ব্যাংক। ইসলামী ব্যাংক পরিবারের শৃঙ্খলা, সময়ানুবর্তিতা ও সততা অনুকরণীয়।

নীতি পরিপালনকারী ব্যাংকার হিসেবে নিজেদের গড়ে তুলতে তিনি নবীন ব্যাংকারদের নির্দেশ দেন এবং বড় স্বপ্ন ও সততার সঙ্গে কাজ করে ক্যারিয়ারে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া