adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফুটবলে প্রযুক্তি ব্যবহারের পক্ষে ম্যারাডোনা

MARADONAস্পাের্টস ডেস্ক : সব খেলাতে যদি প্রযুক্তি ব্যবহার হয় তাহলে ফুটবল খেলাতে কেন প্রযুক্তি ব্যবহার হবেনা। ফুটবলেও প্রযুক্তি ব্যবহার করা উচিত বলে মন্তব্য করেছেন এবং জোরালোভাবে এটা কার্যকর করার জন্য সমর্থন করেছেন ডিয়েগো ম্যারাডোনা।

ফিফা ডটকমের সঙ্গে এক সাক্ষাৎকারে ভিএআরের পক্ষেই ভোট দিয়েছেন এই কিংবদন্তি খেলোয়াড়।

ফুটবলে প্রযুক্তি ব্যবহারের বিপক্ষে যারা আছেন, তারা মন্তব্য করেছেন, এতে সময় নষ্ট হয়। ফলে দর্শকেরা বিরক্ত হন। তবে ম্যারাডোনা ব্যাপারটা দেখেন অন্যভাবে, ‘রেফারি ভুল সিদ্ধান্ত দিলেই বরং মানুষ বিরক্ত হয়। অথবা কোনো গোল ভুলভাবে বাতিল হলে বিরক্তি লাগে। প্রযুক্তি স্বচ্ছতা আনে।’

১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তাঁর হাত দিয়ে দেওয়া গোলে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। সেবার আর্জেন্টিনা বিশ্বকাপও জিতেছিল। তখন ভিডিও প্রযুক্তি থাকলে এই ইতিহাস অন্য রকম হতে পারত বলেও মনে করেন ম্যারাডোনা, ‘আমি এটা নিয়ে ভেবে দেখেছি। প্রযুক্তি থাকলে গোলটি বাতিল হতে পারত। ১৯৯০ বিশ্বকাপেও কিন্তু আমি সোভিয়েত ইউনিয়নের বিপক্ষে গোললাইন থেকে হাত দিয়ে বল বাঁচিয়েছি। আমাদের ভাগ্য ভালো ছিল যে রেফারি তা দেখেনি। তখন প্রযুক্তি ছিলও না। কিন্তু এখনকার গল্প ভিন্ন।’

ভিডিও প্রযুক্তি না থাকার সুবিধা শুধু আর্জেন্টিনাই ভোগ করেনি ইংল্যান্ডও করেছে তা মনে করে দেন ম্যারাডোনা। 

ইংল্যান্ডের ১৯৬৬ বিশ্বকাপ জেতা নিয়ে বলেছেন, ‘শুধু আমার ছিয়াশির গোলটা নিয়ে কেন কথা বলছেন! ইংল্যান্ড ছেষট্টিতে কীভাবে বিশ্বকাপ জিতল। একটি গোল পেল, যেটাতে বল গোললাইন অতিক্রমই করেনি (ফাইনালে জার্মানির বিপক্ষে)।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া