adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ফখরুল বললেন -আওয়ামী লীগকে ৫ জানুয়ারির সুযোগ দেয়া হবে না

FAKRULডেস্ক রিপাের্ট : নিরপেক্ষ সরকার ও সব দলের অংশগ্রহণ ছাড়া আওয়ামী লীগ সরকারের অধীনে আর কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সরকার চাইছে সংসদ বহাল রেখে ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো আরেকটি ভোটারবিহীন নির্বাচন করতে। এবার সেই সুযোগ আর দেয়া হবে না।

২৫ জুলাই মঙ্গলবার বরিশালে সদস্য সংগ্রহ অভিযানে এসব কথা বলেন তিনি। বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলে নগর বিএনপি আয়োজিত এই সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করেন ফখরুল। তিনি দুই দিনের সফরে বরিশাল এসেছেন।

সরকার একদলীয় শাসনে কায়েম করতে চায় অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘কথা না শুনলে এখন ইউএনওকে পর্যন্ত জেলে পুরে দেয়। এদের লক্ষ্য একদলীয় শাসনব্যবস্থা বাকশালের পানে ফেরা।’

এ সময় দেশজুড়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা-হামলার কথা উল্লেখ করেন ফখরুল। তিনি বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ৩৪টি মামলা দিয়েছে সরকার। আওয়ামী লীগ চাচ্ছে বিএনপির নেতাকর্মীদের মামলা দিয়ে আদালতের বারান্দায় রেখে নির্বাচনের প্রচারণা থেকে বাইরে রাখতে। এবার আর সরকারকে সেই সুযোগ দেয়া হবে না।’

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন দাবি করে ফখরুল উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘মনে রাখতে হবে বিএনপি  হলো উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং বহুদলীয় গণতন্ত্র বিশ্বাস করে।’

বিএনপির মহাসচিব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের একটি বক্তব্যেরও জবাব দেন এদিন। কাদের বিএনপির চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রকমানকে ইঙ্গিত করে বলেন, বিএনপির নেতাদের সাহস নেই। তারা পালিয়ে যান।

ফখরুল বলেন, ‘বেগম খালেদা জিয়া বিদেশে গেছেন চিকিৎসার জন্য, অথচ তিনি (কাদের) বলেন পালিয়ে গেছেন। বিএনপির নেতাকর্মীরা পালায় না। ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধের সময় আওয়ামী লীগের নেতারা ভারতে পালিয়েছেন। এক-এগারোর সময় আওয়ামী লীগের নেতারা আমেরিকায় পালিয়ে গিয়ে অবৈধ সরকারকে বৈধতা দেবেন মর্মে দেশে ফেরেন।’

গণতন্ত্রণ রক্ষায় আগামী জাতীয় নির্বাচনে ভোট এবং কেন্দ্র পাহারা দেয়ার তাগিদ দিয়ে ফখরুল নতুন সদস্য ও নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘দলে কোনো বিভেদ নয়, ভিন্ন কিছু নয়। আমরা জাতীয়তাবাদী শক্তি। বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান আমাদের নেতা মনে রাখতে হবে।’

দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও বরিশাল নগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বেগম সেলিমা রহমান, সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিনসহ অন্য নেতারা।

মহাসচিবের দুই দিনের সফর কর্মসূচি অনুযায়ী আজ বিকেলে তিনি উত্তর জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে অংশ নেন।
বুধবার হবে জেলা দক্ষিণ বিএনপির আয়োজনে একই কর্মসূচি।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া